সিদ্দিকে আকবর রাঃ জিবনী ।
ইসলামের ইসলামের ক্রাণকর্তা ইশকে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)'র প্রভাকর সিদ্দিকে আকবর (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) #পর্ব_১ --------------------------------------------- #বংশ_ও_জন্ম_পরিচয়ঃ পার্থিবজগতে মানুষের নিকট তিনটি বিষয় সবচেয়ে প্রিয় ও পছন্দনীয়। যথাঃ ১. জান। ২. মাল। ৩. সন্তান। প্রিয় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, তোমাদের কেহ পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার নিকট আমি রাসূল তার সন্তান, পিতা ও সকল মানুষ হতে অধিকতর প্রিয় হব (মিশকাত শরীফ)। ইসলামের প্রথম খলিফা হযরত আবূ বকর রাদিয়াল্লাহু আনহু উল্লেখিত তিনটি প্রিয় বস্তুই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে উত্সর্গ করলেন তারাই সন্তুষ্টির প্রত্যাশায়। ইতিহাস এ কথা সাক্ষ্য দেয় যে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহবানে তিনিই একমাত্র সাথী যিনি সর্বস্ব ও সর্বাত্মক কোরবাণীকে পুঁজি করে মুসলিম বিশ্বের বিরল নজির স্হাপন করেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবদানের কথা এভাবে স্বীকার করেন- আবূ বকর'র সম্পদ দ্বারা আমার যেরূপ উপকার হয়েছে সেরূপ অন্য কারো সম্পদ দ্বারা হয়নি। (খ