Posts

Showing posts from August, 2018

হজ্ব সম্পর্কিত তথ্যবলী।

Image
বিসমিল্লাহির রাহমানির রাহিম। ★হজ্ব, ---------১ম পর্ব ★১------হজ্বের অর্থ কি এবং হজ্বকে কেন হজ্ব বলে? উত্তরঃ- হজ্বের আভিধানিক অর্থ ইচ্ছা ও সংকল্প। যেহেতু তাতেও মানুষ আল্লাহর ঘরের উদ্দেশ্যে সফর করে তাই তার নাম হজ্ব। ★প্রশ্নঃ--------ইসলামে হজ্ব কেন ফরজ? অকারণে মুসলমানদেরকে সফরের কষ্ঠ ও টাকা খরচে কেন ফেলা হয়? উত্তরঃ- হজ্বে ধর্মীয় এবং পার্থিব হাজার সুবিধা আছে। পার্থিব সুবিদা সমূহ হলো, ★আনন্দের জন্য বাগানে ভ্রমন করতে যায়, তথাকার আবহাওয়া মস্তিস্ককে উর্বর করে। তথাকার সুঘ্রাণ তাকে সুভাসিত করে। অনুরুপ পবিত্র হেরেমের জমিন ইমানের বাগান। সেখানকার আবহাওয়া ইমানকে সতেজ করে। যেহেতু উহা হাজার হাজার নবিদের অতিক্রমস্হল এবং লক্ষ লক্ষ নবিদের দাফনের স্হান তাই তথাকার সুঘ্রাণ ইমানকে সুভাসিত করে। ★হজ্বে জলে ও স্হলে সফর করতে হয় যাতে মানুষের অভিজ্ঞতা বৃদ্ধি পায়। ★হজ্বে প্রত্যেক দেশের মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, যাতে বিশ্ব মুসলিমে একতা ও সংহতি বাড়তে থাকে। ★হজ্ব মুসলমানদের বার্ষিক কনফারেন্স।   যাতে অনায়সে মুসলমানগণ একত্রিত হয়। ★হজ্বে সফরের মূল্যায়ন ও মুসাফিরের কষ্ঠ অনুভুত হয়। যা দ্বারা মানুষের মধ্যে