Posts

Showing posts from November, 2018

মিলাদুন্নাবী সম্পর্কে মিথ্যাচারের জবাব।

Image
হেফাজতী ওহাবী মৌলভী জুনায়েদ বাবুনগরীর মিথ্যাচারের জবাব- ...... Mυhαmmα∂ Tαhmee∂ Rαყhααn রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন কেবল মুসলমানদের জন্য নয়, বরং সৃষ্টিজগতের সকলের জন্য আনন্দের ও রহমতের দিন। সেহেতু সারা বিশ্বের মুসলমানগণ অত্যন্ত ভক্তি ও মর্যাদার সাথে রবিউল আউয়াল শরীফে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকে। কিন্তু একদল দুষ্টু প্রকৃতি আলেম নামধারী  শয়তান এটিকে অবৈধ ও বিদআত বলে অপপ্রচার করে বেঁড়ায়। তাদের মধ্যে একজন হলেন দারুল উলুম মঈনুল ইসলাম তথা হাটহাজারী বড় মাদরাসার শায়খুল হাদীস ও সহকারী পরিচালক এবং হেফাজতে ইসলামের মহাসচিব মৌলভী জুনায়েদ বাবুনগরী। এই কমবখত মৌলভী Kowmi Vision নামক একটি ওয়েবসাইটে উপসম্পাদকীয় তে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে মানহানীকর কুরুচিপূর্ণ মিথ্যায় ভরপুর দলিলবিহীন একটি কলাম লিখেছেন। এই কলামটি দেখার পর মনে হয়েছে এই তথাকথিত শায়খুল হাদীস কিতাব পড়ে নয়, বরং গাধার ন্যায় কিতাব বহন করে নকল করে পাশ করে শায়খুল হাদীস (পড়ুন শায়খুশ শয়তান) হয়েছে। যদি তিনি কিতাব পড়ে জ্ঞানার্জন করতেন তাহলে তার পবিত্র

ওহাবি সম্প্রদায় কিয়াম বিরুধী।

Image
মিলাদ ও কিয়ামের বিধান-৯* কিয়াম বিরোধীদের অপব্যাখ্যামূলক দলীল খন্ডনঃ _____________________________ ওহাবী সম্প্রাদায় কিয়াম বিরোধী । তারা কিয়ামকে হারাম বলে. বিদাত বলে এবং তাদের দাবীর পক্ষে কিছু হাদিস ও পেশ করে-কিন্তু তার সঠিক ব্যাখ্যা করেনা। যদিও ব্যাখ্যে করে তাহলে অপব্যাখ্যা করে । যেমনঃ ওহাবী দলিলঃ হাদিস -১। হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত-তিনি বলেন. সাহাবায়ে কেরামের নিকট নবী করিম (দঃ) হতে আধিক প্রিয় আর কেউ ছিলেননা। যখন তারা নবী করিম (দঃ) কে আগমন করতে দেখতেন-তখন দাঁড়াতেননা । কেননা. তারা অবগত ছিলেন যে. তিনি এরূপ করা অপছন্দ করতেন (তিরমিজী শরীফ) । ওহাবী দলিলঃ হাদিস-২ হযরত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান (রাঃ) বর্ণনা করেন. নবী করিম (দঃ) ইরশাদ করেছেনঃ "যে ব্যাক্তি এরূপ পছন্দ করে যে , লোকেরা তাঁর সামনে পুতুলের মত দাঁড়িয়ে থাকুক. সে যেন তার ঠিকানা জাহান্নামে তৈরী করে নেয় " ( তিরমিজী ও আবু দাউদ) ওহাবী দলিলঃ হাদিস (৩) । হযরত আবু উমমা বাহেলী (রাঃ) হতে বর্ণিত- তিনি বলেন. নবী করিম (দঃ) লাঠিতে ভর দিয়ে ঘর থেকে বের হলেন। আমরা তাঁর সামনে দাঁড়িয়ে গেলাম। হুজুর (দঃ) ইরশাদ করলেন

দেশের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নাবি দঃ উদযাপনের নির্দেশ।

Image
সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের জন্যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। আগামী ১২ই রবিউল আওয়াল ১৪৪০ হিজরী ইংরেজি ২১ নভেম্বর বুধবার ঈদে মিলাদুন্নবী (সা:) দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে পালনের নিদের্শ দেয়া হয়েছে। সোমবার ১৯ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় আরও বলা হয়েছে, ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষ্যে দেশের সকল সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজে মহানবী সা: এর জীবনী ও কমের্র উপর আলোচনা, বিশেষ করে ইসলামি শান্তি, প্রগতি, সৌহার্দ, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা সভা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে নিদের্শক্রমে অনুরোধ করা হলো।

মিলাদ কিয়ামের মূল ভিত্তি।

Image
**মিলাদ ও কিয়ামের বিধান-৮** মিলাদ ও কিয়ামের মূল ভিত্তি এক নজরে পূর্বেই উল্লেখ করা হয়েছে যে . মিলাদ মাহফিলের অনুষ্ঠানের মূল ভিত্তি হচ্ছে কোরআন ও হাদিস । সর্বপ্রথম আল্লাহ তায়ালা রোজে আজলে আম্বিয়ায়ে কেরামের সম্মেলন ডেকে নবী করিম (দঃ) -এর শান- মান . তাঁর উপর ঈমান আনয়নের প্রয়োজনীয়তা . দুনিয়াতে তাঁর আগমনী বার্তা প্রচার করা - ইত্যাদি বিষয়ে তাঁদের অঙ্গিকার নিয়েছিলেন ।এভাবে আল্লাহ তায়ালা নিজেই ঐ মাহফিল পরিচালনা করেছিলেন । সূরা আলে-ইমরানের ৮১-৮২নং দীর্ঘ দুটি আয়াতে আল্লাহ পাক এ মিলাদ অনুষ্টান করার ঘোষনা করেন । সুতরাং মিলাদ মাহফিলের অনুষ্ঠান স্বয়ং আল্লাহর সুন্নাত । মাহফিলটি ছিল নবী গনের । যা-তা মাহফিল নয় । সুতরাং কেয়ামসহ মিলাদ মাহফিল করা নবীগনের সুন্নাত । এই মাহফিল ছিল হুজুর আকরাম (দঃ) -এর আবির্ভাবের কোটি কোটি বছর পূবেকার । সমস্ত আমত্অম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে এসে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রধান দায়িত্ব হিসাবে হুজুর (দঃ) -এর সানা সিফাত কেয়াম অবস্হায় বর্ণনা করেছেন এবং শেষে যুগে তাঁর আবির্ভাবের আগাম শুভ সংবাদ ঘোষনা করেছেন এবং শেষ যুগে তাঁর আবির্ভাবের আগাম শুভ সংবাদ ঘোষনা