Posts

Showing posts from August, 2020

ইসলামে বিচার ব্যাবস্হা।

★★★★ ইসলামে বিচার ব্যবস্থা- ★★★★ অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভি > عن بريدة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القضاة ثلثة واحد فى الجنة واثنان فى النار فامّا اللذى فى الجنة فرجل عرف الحق فقضى به ورجل عرف الحق فجار فى الحكم فهو فى النار ورجل قضى للناس على جهل فهو فى النار – (رواه ابو داود ابن ماجة مشكوة صفحه۳٢٤) অনুবাদ: হযরত বুরায়দা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, বিচারক তিন প্রকার: এক প্রকার বিচারক জান্নাতী আর দুই শ্রেণির বিচারক জাহান্নামী হবে। জান্নাতী বিচারক হচ্ছে ঐ ব্যক্তি যিনি মূল সত্যটি জেনে সে মুতাবিক রায় দিয়েছেন, আর যে বিচারক সত্য জানা সত্ত্বেও আদেশ দানের ক্ষেত্রে অন্যায়ের আশ্রয় গ্রহণ করে সে হবে জান্নামী। আর যে ব্যক্তি অজ্ঞতা অবস্থায় বিচারককার্য সম্পন্ন করে সেও জাহান্নামী হবে। [আবু দাঊদ, ইবনে মাজাহ, মিশকাত: পৃষ্ঠা ৩২৪] প্রাসঙ্গিক আলোচনা ন্যায় পরায়ণতা মুমীনের অন্যতম মহথ গুণ, আদল তথা ন্যায় বিচার অর্থ হলো ব্যক্তি তার ন্যায্য অধিকার লাভ করা এবং কোন প্রকার কমবেশী না করে অন্যজনের