Posts

Showing posts from March, 2020

করোনা থেকে প্রতিকারের করনীয়।

করোনা ভাইরাস: আমাদের করনীয় ও বর্জনীয় (হুযুর (দঃ) এর পবিত্র নির্দেশনাবলীর আলোকে) সকলের প্রতি অনুরোধ- পড়ুন, জানুন, সতর্ক হোন এবং অবশ্যই অন্যের সাথে শেয়ার করুন -------------------------------------------------- প্রশ্নঃ এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে কঠিন ও ভয়ংকর বিষয় 'করোনা ভাইরাস কভিড-১৯'। বিশ্বের সব বাঘা বাঘা দেশ সর্বোচ্চ চেষ্টা করেও রোধ করতে পারছেনা এর সংক্রমন বা মৃত্যুর মিছিল।কিন্তু আমাদের দেশের লোক বিষয়টাকে সেভাবে গুরুত্ব না দিয়ে কোনরূপ সতর্কতা অবলম্বন না করে "আল্লাহ্ ভরসা" বলে যে যার মত করে আড্ডা আর ঘুরাঘুরিতে ব্যস্ত। কি বলবেন? উত্তর: এটা অত্যন্ত দুঃখজনক এবং হতাশাব্যন্জক। এই ধরনের খামখেয়ালীপূর্ণ কথাবার্তা ও চলাফেরা আমাদের প্রিয় মাতৃভুমি এবং পরিবার-পরিজনের জন্য কি পরিমাণ ক্ষতির কারণ হতে পারে তা যদি যদি এতদ সামান্য অনুধাবন করতে পারতাম তবে এই বিষয়টি কখনো এত হালকা করে নিতাম না। তাছাড়া ধর্মীয় দৃষ্টিকোন থেকে এই ধরনের কথা 'তাওয়াক্কুলের' (আল্লাহ্ ভরসা) মূল নীতির পরিপন্থী। কারণ যতদুর সম্ভব সতর্কতামুলক ব্যবস্থা গ্রহণ না করে 'আল্লাহ্ ভরসা' বলা কোন ধর্মভীরুতা ন

শবে মিরাজ

ছাল্লো আলাল হাবিব- (ছাল্লাল্লাহু আলাহি ওয়াছাল্লাম)      #মি'রাজ_বা_উর্ধ্বগমন #প্রসঙ্গঃ সচক্ষে আল্লাহর দীদার লাভ ও নবীজির সূরতে হাক্কী-র আত্মপ্রকাশ #নবী করিম (দঃ)-এর উর্দ্ধজগতের মো'জেযা সমূহের মধ্যে মি'রাজ গমন একটি বিস্ময়কর মো'জেযা। এজন্যই মি'রাজের আয়াতের শুরুতেই আল্লাহ্ পাক 'সোবহানাল্লাহ্' শব্দটি ব্যবহার করেছেন-যা কেবল আচ্শর্য্যজনক ঘটনার ক্ষেত্রেই ব্যাবহার হয়ে থাকে। সশরীরে মি'রাজ গমনের প্রমাণ স্বরুপ কোরআনের "বিআবদিহী" শব্দটি তাত্‍পর্য্যপূর্ণ। কেননা,"আবদুন" শব্দটি দ্ধরা রুহ ও দেহের সমষ্ঠিকে বুঝান হয়েছে। তদুপরি-বোরাক প্রেরণ ও বোরাক কতৃক নবী করিম (দঃ)  বহন করে নিয়ে যাওয়ার মধ্যেও সশরীরে মি'রাজ গমনের প্রমাণ পাওয়া যায়। সর্বোপরি-স্বপ্নে বা রুহানীভাবে মি'রাজে গমনের দাবী করা হলে কোরাইশদের মধ্যে এত হৈ চৈ হতোনা। আহলে সুন্নাত ওয়াল জামাআতের  সকল ইমামগনই সশরীরে মি'রাজ গমনের কথা স্বীকার করেছেন। #মি'রাজের ঘটনাটি নবীজির জিবনে গুরুত্বপূর্ণ এজন্য যে,এর সাথে গতির সম্পর্ক ও সময় ও স্হানের সঙ্কোচনের তত্ত্ব জড়িত রয়েছে। সূর্যের আলোর গতি স