ভালবাসা দিবস নাকি নোংরামী!
ভালবাসা বনাম ১৪ ই ফেব্রুয়ারি!
আমরা ভালবাসার অর্থটাই নিতে জানিনা,
ভালবাসা আমাদের কাছে যেন এক নোংরা বন্ধনের নাম।
কেন?
মা-বাবাকেওতো ভালবাসা যায়।
ভাই-বোনকেওতো ভালবাসা যায়।
আমরা ভালবাসার কোন সংজ্ঞাটি গ্রহন করি?
১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস পালন হোক কোন সমস্যা নাই,
কিন্তু দিবস পালনের নামে দিন দুপুরে যুবক-যুবতি বেহায়াপনা করবে সেটা মানা যায় না।
লজ্জহীন মানুষ পশুর সমান,
আসুন লজ্জাশীল হই ওসমান রাঃ এর মতন।
সারা বছরই মানুষকে ভালবাসা যায়।
তাও যদি বিশেষ দিনে বিশেষ ভাবে ভালবাসা দিবস পালন করতে হয়,
রাস্তার পথশিশুদের সাথে পালন করুন দিনটি,
দেখুন কেমন তৃপ্তি পাবেন।
অথবা কোন অনাথ আশ্রমে বা কোন বৃদ্ধাশ্রমে কাটান দিনটি।
সত্যিকারের ভালবাসার জয় হোক।
ভালবাসার নামে নোংরামি নিপাত যাক।
দৃষ্টিভঙ্গি বদলান সোসাইটি বদলে যাবে।
সবার আগে বসন্ত নামুক বিবেকের উঠানে।
-নোমান।
Comments
Post a Comment