Posts

Showing posts from April, 2020

পবিত্র শবে বরাতের গুরুত্ব।

ক্বোরআন-হাদীসের আলোকে শবে বরাত =================== সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দিন আল্ আযহারী -------------------------------- যে সমস্ত বরকতময় রজনীতে আল্লাহ্পাক তাঁর বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দান করে থাকেন, শবে বরাত তারই অন্যতম।  তাফসীর-হাদিস ও বিজ্ঞ আলিমদের পরিভাষায় যাকে ليلة النصف من شعبان বা শাবানের মধ্য রজনী নামে অভিহিত করা হয়। যে রাতটি হলো শাবান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রাত। প্রিয় নবী সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম, সলফে সালেহীনগণ এবং বিজ্ঞ মনীষীগণ এ রাতটিকে অত্যন্ত গুরুত ¡সহকারে পালন করেছেন। অনুরূপভাবে যুগে যুগে মুসলমানগণ এরই ধারাবাহিকতায় এ রাতটি পালন করে আসছেন। নামকরণ: شب برات (শবে বরাত) ফার্সী শব্দ, شب (শব) মানে রাত আর برات (বরাত) মানে ভাগ্য, অর্থাৎ ভাগ্যরজনী। আর এ পবিত্র রাতের বিভিণœ নাম পাওয়া যায়। ১. ليلة البراء ة (লাইয়লাতুল বরাত বা বণ্টনের রাত, ২. ليلة مباركة (লাইলাতুল মুবারাকা বা বরকতময় রজনী) ৩. ليلة الرحمة (লাইলাতুর রহমা বা করুণার রজনী) ও ৪. ليلة الصك (লাইলাতুছ্ ছাক বা সনদপ্রাপ্তির রাত। হযরত আবদুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তা‘আলা আলায়হি রচিত গুনিয়াতুত্ ত্বাল