ওহাবি আক্বিদা বনাম সুন্নি আক্বিদা।
★আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্। ★ প্রজেক্ট- ইসলামের মূলধারা ও বাতিল ফিরকা★ ★ পোস্ট নং--৪৮ ★বিসমিল্লাহির রাহমানির রাহিম। ♦ওহাবি আক্বিদা বনাম সুন্নি আক্বিদা♦ ♣ এখানে শুধু তাবলিগীদের উল্লেখযোগ্য কয়েকটি ভ্রান্ত আক্বীদা তাদের কিতাবের উদ্ধৃতি সহকারে পেশ করা হলো। ★তাবলিগী আক্বীদা-০১ মুসলমান দু'প্রকার হতে পারে। তৃতীয় কোন প্রকার নেই। (১) যারা আল্লাহর রাস্তায় বের হয় এবং (২) যারা আল্লাহর রাস্তায় গমনকারীদের সাহায্য করে। (মালফুযাত, পৃষ্ঠা ৪৩)। • আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামা'আত সপ্ত বিষয়ে আন্তরীক বিশ্বাস স্থাপনকারী নিঃসন্দেহে মুমিন মুসলমান। তাবলিগীদের এ বিভক্তিকরণ কোরআন-সুন্নাহ পরিপন্থী। এতে বুঝা যায় যে, যারা প্রত্যক্ষভাবে তাবলিগে অংশ গ্রহণ করে আর যারা অংশ গ্রহণকারীদের সাহায্য করে তারাই মুসলমান। যারা নিজে তাবলিগ করেনা এবং তাবলিগকে সাহায্যও করেনা তারা দু'প্রকারের কোন প্রকারে অন্তর্ভুক্ত না হওয়ায় মুসলমান নয়। কারণ তাবলিগীদের মতে মুসলমানের তৃতীয় কোন প্রকার নাই। নিজেরা ব্যতীত অন্যদের মুসলমান মনে না করা খারেজী ওহাবীদের অন্যতম ভ্রান্ত আক্বীদা। ★তাবলিগী আক্বীদা-০২