ইমাম শেরে বাংলা রহঃ জিবনী।
"বিসমিল্লাহির রাহমানির রাহিম" পুরো লিখাটা পড়ুন। #সামাজিক_ও_রাজনৈতিক_জীবন Islam is a complete code of life. ইসলাম একটি পরিপূর্ণ জীবনে ব্যবস্হার নাম। শুধুমাত্র মসজিদ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবব্ধ রাখার জন্য ইসলামের আবির্ভাব নহে । জীবনের প্রতিটি স্তরে ইসলামের পরিপূর্ণ অনুসরণ -এটাই হচ্ছে একজন খাঁটি মুসলমানের দর্শন। সামাজিক ও রাষ্ট্রিয়ভাবে ইসলামের প্রতিফলন-এটাই ইসলামের শিক্ষা। মোজাদ্দেদে মিল্লাত হযরতুল আল্লামা গাজী সৈয়দ মোহাম্মদ আজিজুল হক শেরে বাংলা (রহঃ) ছিলেন এরূপ সার্বজনীন আদর্শের বাস্তব মডেল। তাঁর চরিত্র ছিল 'উসওয়ায়ে হাসানা'র মূর্ত প্রতীক। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুপম আদর্শের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্রের পরিপূর্ণ সংস্কার সাধন-এটাই ছিল তাঁর জীবনের মহান ব্রত ও স্বপ্ন । তাই সুন্নীয়তের মহান আদর্শ প্রচার ও প্রসারে তিনি নিরলসভাবে কাজ করেছেন। ঈমান ও ইসলাম রক্ষার তাগিদে বাতিলপন্হীদের সার্বিকভাবে বয়কট করে সমাজের সর্বস্তর থেকে তাদের উচ্ছেদ সাধন -এটাই ছিল তাঁর জিবনের সংগ্রাম। তিনি বিশ্বাস করতেন সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যেই ম