ইমাম শেরে বাংলা রহঃ এর জিবনী।
মোজাদ্দেদে জামান, তাজুল ওলামা,
হযরত মাওলানা শাহ্ সৈয়দ
রাহাতুল্লাহ্ রিয়মনগরী রহঃ এর ১পবিত্র মাযার শরীফে সংঘটিত একটি বিশেষ ঘটনা।
রাঙ্গুনিয়া থানার অন্তর্গত মরিয়মনগর নিবাসী পীরে কামেল,
নায়েবে সদরুল আফাযিল হযরত মাওলানা শাহ্সূফী সৈয়দ মোহাম্মদ
বিসমিল্লাহ শাহ নঈমী (রহঃ) এর বড় শাহজাদা জনাব সৈয়দ মোহাম্মদ
ক্বদির সাহেব প্রত্যক্ষদর্শী হিসাবে এ ঘটনা বর্ণনা করেন।
তিনি বলেন,গাজী শেরে বাংলা (রহঃ) প্রতি বছর আমার শ্রদ্ধেয় দাদাজান
কেবলা হযরত মাওলানা শাহসূফী সৈয়দ রাহাতুল্লাহ নকশবন্দী (রহঃ)এর পবিত্র ওরস মোবারক ও মাদ্রাসার বার্ষিক সালানা জনসায় প্রধান ওয়ায়েজ হিসাবট তশরীফ আনতেন।
আমার পরম শ্রদ্ধেয় আব্বাজান কেবলা হযরত মাওলানা শাহসূফী সৈয়দ বিসমিল্লাহ শাহ্ (রহঃ) এর সাথে তাঁর সুদৃঢ় আত্মিক সম্পর্ক ছিল। আমার তখন ছাত্রাবস্তা এবং আউলিয়ায়ে কেরাম সম্পর্কিত আমার ধারণা ছিল সীমাবদ্ধ । একদচ হযরতুল আল্লামা গাজী শেরে বাংলা (রহঃ) পবিত্র ওরস মোবারক ও মাদ্রাসার বার্ষিক সালানা জলসা উপলক্ষে আজিমুশশান মাহফিলে রাহাতিয়া দরবার শরীফে তশরীফ এনেছেন।
সে সময় এক আশ্চর্যজনক ঘটনার অবতারণা ঘটে।
আমি স্বচক্ষে এ ঘটনা অবলোকন করছি।
মোজাদ্দেদে দ্বীন ও মিল্লাত, ইমামে আহলে সুন্নাত হযরতুল আল্লামা গাজী শেরে বাংলা (রহঃ) আমার শ্রদ্বেয় পিতা হযরত মাওলানা সৈয়দ বিসমিল্লাহ শাহ্ (রহঃ) কে সাথে নিয়ে আমার দাদাজান কেবলা হযরত মাওলানা শাহ্সূফী সৈয়দ রাহাতুল্লাহ্ নকশবন্দী (রহঃ) এর পবিত্র মাজার শরীফে প্রবেশ করেন।
অতঃপর হযরতুল আল্লামা গাজী শেরে বাংলা (রহঃ) এর নির্দেষক্রমে মাজার শরীফের অভ্যন্তর থেকে একে একে সবাই বের হয়ে যায়।
শুধুমাত্র হযরতুল আল্লামা গাজী শেরে বাংলা (রহঃ) আমার আব্বাজান হযরত মাওলানা সৈয়দ বিসমিল্লাহ্ শাহ্ (রহঃ) কে সাথে নিয়ে সেখানে অবস্হান করেন।
এমনকি হযরত শেরে বাংলা (রহঃ) এর নির্দেশক্রমে পবিত্র মাজার শরীফের দরজা ও জানলাসমূহও বন্ধ করা হয়।
আমরা সবাই সঙ্গী সাথীসহ চরম কৌতুহল সহকারে দরজা জানালার ফাক দিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করতে লাগলাম।
বেশ র্দীর্ঘক্ষন পর হযরতুল আল্লামা গাজী শেরে বাংলা (রহঃ) পবিত্র মাজার শরীফ থেকে বের হয়ে আসলেন।
আমি পরম কৌতুহল সহকারে আশ্চর্যান্বিত হয়ে আমার আব্বাজান কেবলা (রহঃ) কে জিজ্ঞেস করলাম , "আপনারা মাজার শরীফে এতক্ষন কি করেছেন?"
আমার এরূপ প্রশ্নবানে আমার আব্বাজান কেবলা (রহঃ) আমাকে মৃদু বকুনি সহাকারে জানালেন, "তুমি ছোট ছেলে এতকিছু বুঝবে না।
মোজাদ্দেদে মিল্লাত ইমামে আহলে সুন্নাত হযরতুল আল্লামা গাজী শেরে বাংলা (রহঃ) তোমার দাদাজান কেবলা (রাহঃ) কে নিয়ে একখানা মিটিং করেছেন।
উক্ত মিটিং এ গাউছুশ আযম মাইজভান্ডারী কেবলা কাবা (কঃ) ও হযরত আমানত শাহ্ কেবলা (রহঃ) উপস্হিত ছিলেন।"
#সোবহানাল্লাহ!
মোজাদ্দেদে দ্বীন ও মিল্লাত হযরতুল আল্লামা গাজী শেরে বাংলা (রহঃ) বেছালপ্রাপ্ত আউলিয়ায়ে কেরামের সাথে তাঁদের পবিত্র রওজা শরীফে সরাসরি কথা বলতে পারতেন এবং প্রয়োজন অনুসারে অন্যান্য আউলিয়ায়ে কেরামকে নিয়ে পরামর্শ করতে পারতেন।
(তথ্যসুত্রঃ- ইমাম শেরে বাংলা (রহঃ) এর জিবনী বই-১৫১-১৫২পৃঃ)।
(ইমাম শেরে বাংলা রহঃ এর আদর্শে গড়া আমাদের পেইজে লাইক দিয়েটিভ থাকুন- মাইতোঁ বিমারে নবীহোঁ)।
ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
Comments
Post a Comment