মিলাদুন্নাবী সম্পর্কে মিথ্যাচারের জবাব।
হেফাজতী ওহাবী মৌলভী জুনায়েদ বাবুনগরীর মিথ্যাচারের জবাব- ...... Mυhαmmα∂ Tαhmee∂ Rαყhααn রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন কেবল মুসলমানদের জন্য নয়, বরং সৃষ্টিজগতের সকলের জন্য আনন্দের ও রহমতের দিন। সেহেতু সারা বিশ্বের মুসলমানগণ অত্যন্ত ভক্তি ও মর্যাদার সাথে রবিউল আউয়াল শরীফে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকে। কিন্তু একদল দুষ্টু প্রকৃতি আলেম নামধারী শয়তান এটিকে অবৈধ ও বিদআত বলে অপপ্রচার করে বেঁড়ায়। তাদের মধ্যে একজন হলেন দারুল উলুম মঈনুল ইসলাম তথা হাটহাজারী বড় মাদরাসার শায়খুল হাদীস ও সহকারী পরিচালক এবং হেফাজতে ইসলামের মহাসচিব মৌলভী জুনায়েদ বাবুনগরী। এই কমবখত মৌলভী Kowmi Vision নামক একটি ওয়েবসাইটে উপসম্পাদকীয় তে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে মানহানীকর কুরুচিপূর্ণ মিথ্যায় ভরপুর দলিলবিহীন একটি কলাম লিখেছেন। এই কলামটি দেখার পর মনে হয়েছে এই তথাকথিত শায়খুল হাদীস কিতাব পড়ে নয়, বরং গাধার ন্যায় কিতাব বহন করে নকল করে পাশ করে শায়খুল হাদীস (পড়ুন শায়খুশ শয়তান) হয়েছে। যদি তিনি কিতাব পড়ে জ্ঞানার্জন করতেন তাহলে তার পবিত্র