করোনা থেকে প্রতিকারের করনীয়।
করোনা ভাইরাস: আমাদের করনীয় ও বর্জনীয় (হুযুর (দঃ) এর পবিত্র নির্দেশনাবলীর আলোকে) সকলের প্রতি অনুরোধ- পড়ুন, জানুন, সতর্ক হোন এবং অবশ্যই অন্যের সাথে শেয়ার করুন -------------------------------------------------- প্রশ্নঃ এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে কঠিন ও ভয়ংকর বিষয় 'করোনা ভাইরাস কভিড-১৯'। বিশ্বের সব বাঘা বাঘা দেশ সর্বোচ্চ চেষ্টা করেও রোধ করতে পারছেনা এর সংক্রমন বা মৃত্যুর মিছিল।কিন্তু আমাদের দেশের লোক বিষয়টাকে সেভাবে গুরুত্ব না দিয়ে কোনরূপ সতর্কতা অবলম্বন না করে "আল্লাহ্ ভরসা" বলে যে যার মত করে আড্ডা আর ঘুরাঘুরিতে ব্যস্ত। কি বলবেন? উত্তর: এটা অত্যন্ত দুঃখজনক এবং হতাশাব্যন্জক। এই ধরনের খামখেয়ালীপূর্ণ কথাবার্তা ও চলাফেরা আমাদের প্রিয় মাতৃভুমি এবং পরিবার-পরিজনের জন্য কি পরিমাণ ক্ষতির কারণ হতে পারে তা যদি যদি এতদ সামান্য অনুধাবন করতে পারতাম তবে এই বিষয়টি কখনো এত হালকা করে নিতাম না। তাছাড়া ধর্মীয় দৃষ্টিকোন থেকে এই ধরনের কথা 'তাওয়াক্কুলের' (আল্লাহ্ ভরসা) মূল নীতির পরিপন্থী। কারণ যতদুর সম্ভব সতর্কতামুলক ব্যবস্থা গ্রহণ না করে 'আল্লাহ্ ভরসা' বলা কোন ধর্মভীরুতা ন