Posts

Showing posts from April, 2019

দরসে হাদিস। পর্ব- ১

দরসে হাদিস---1 হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,  তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, সকল কর্ম নিয়তগুলোর উপর নির্ভরশীল। প্রত্যেক ব্যাক্তির তাই রয়েছে যা সে নিয়্যত করে। সুতরাং যার হিজরত আল্লাহ্ ও তাঁর রাসূলের দিকে হবে,  তার হিজরত আল্লাহ্ ও তাঁর রাসূলের দিক হবে। আর যার হিজরত দুনিয়া অর্জন কিংবা কোন নারীকে বিয়ে করার জন্য হবে, তার হিজরত তার দিকেই হবে। যার জন্য সে হিজরত করেছে। (বোখারী ও মুসলিম)। অর্থ্যাৎ- কেউ কোন কাজ যে নিয়্যতে করবে সে, সে অনুযায়ী ফল পাবে। এখানে হিজরতের কথা এসেছে কারণ মুহাজিররা মহান আল্লাহ্ ও তাঁর রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য হিজরত করে মদিনায় গিয়েছিল। তবে তাদের মধ্যে একজন গিয়েছিল কোন এক নারীকে বিয়ে করতে, তাই বলা হয়েছে  যার হিজরত কোন নারীকে বিয়ে করার জন্য হবে, তার হিজরত তার দিকেই হবে। তাই যে কোন ভাল কাজ করার আগে আমাদের ভাল ভাল নিয়্যত করা উচিৎ। নিয়্যত গুনেই কর্মফল। আসুন আমরা নিয়্যতের দিকে মনযোগী হই। আমাদের সকল ভাল কাজ মহান আল্লাহ্ এবং তাঁর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য হওয়া উচিৎ।

ক্ষমা,মুক্তি,কল্যানের রজনী শবে বরাত।

"ক্ষমা, মুক্তি ও কল্যাণের রজনী শবে বরাত" লিখেছে, মাওলানা হাফেয মুহাম্মদ আখতারুজ্জামান -----------------_-------- মহান আল্লাহ রাব্বুল আলামীনের সৃষ্টির এক অনুপম বৈশিষ্ট হল তিনি তাঁর সৃষ্টির কতেক বিষয়কে কতেকের উপর প্রাধান্য ও মাহাত্ম্য দান করেছেন । যেমন, মদীনা শরীফের মর্যাদা তাবৎ শহরের উপর, মক্কাভূমিকে অন্যান্য ভূমির উপর, জমজম কূপকে অপরাপর কূপের উপর, মি’রাজের সফরকে অন্যান্য সব সফরের উপর , একজন মু’মিনের মর্যাদা সকল মানুষের উপর, একজন ওলীর মর্যাদা সব মু’মিনের উপর, সকল সাহাবা রাদ্বিয়াল্লাহু আনহুম কে সকল ওলীর উপর, নবী-রাসূল আলাইহিমুস সালাম গণের মর্যাদা সাহাবাদের রাদ্বিয়াল্লাহু আনহুমের উপর এবং তাজেদারে কায়েনাত বেমেছাল নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সকল নবী-রাসূল আলাইহিমুস সালাম গণের উপর নির্দিষ্ট করা আছে । এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামীন কতেক দিনকে কতেকের উপর মহিমান্বিত করেছেন । জুম’আর দিনকে সকল দিনের উপর , রমজান মাসকে সকল মাসের উপর , দু’আ কবুলের সময়কে সকল সময়ের উপর , শবে ক্বদরকে সকল রাতের উপর আর শবে বরাতকে কতেক রাতের উপর ফজিলত ও গুরুত্ব প্রদান করা হয়েছে । হাদীসের