দরসে হাদিস। পর্ব- ১

দরসে হাদিস---1
হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,  তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, সকল কর্ম নিয়তগুলোর উপর নির্ভরশীল।
প্রত্যেক ব্যাক্তির তাই রয়েছে যা সে নিয়্যত করে।
সুতরাং যার হিজরত আল্লাহ্ ও তাঁর রাসূলের দিকে হবে,  তার হিজরত আল্লাহ্ ও তাঁর রাসূলের দিক হবে। আর যার হিজরত দুনিয়া অর্জন কিংবা কোন নারীকে বিয়ে করার জন্য হবে, তার হিজরত তার দিকেই হবে। যার জন্য সে হিজরত করেছে।
(বোখারী ও মুসলিম)।
অর্থ্যাৎ- কেউ কোন কাজ যে নিয়্যতে করবে সে, সে অনুযায়ী ফল পাবে।
এখানে হিজরতের কথা এসেছে কারণ মুহাজিররা মহান আল্লাহ্ ও তাঁর রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য হিজরত করে মদিনায় গিয়েছিল।
তবে তাদের মধ্যে একজন গিয়েছিল কোন এক নারীকে বিয়ে করতে, তাই বলা হয়েছে  যার হিজরত কোন নারীকে বিয়ে করার
জন্য হবে, তার হিজরত তার দিকেই হবে।
তাই যে কোন ভাল কাজ করার আগে আমাদের ভাল ভাল নিয়্যত করা উচিৎ।
নিয়্যত গুনেই কর্মফল।
আসুন আমরা নিয়্যতের দিকে মনযোগী হই।
আমাদের সকল ভাল কাজ মহান আল্লাহ্ এবং তাঁর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য হওয়া উচিৎ।

Comments

Popular posts from this blog

ছবছে আওলা ও আ'লা হামারা নবী।

খাজা গরীবে নেওয়াজ এর জিবনী।

পিডিএফ বই ২৮ টি একত্রে।