দিরিলিস, দামেস্ক মদিনা রেলপথ তৈরীর কাহিনী।
দামেস্ক - মদিনা রেলপথ : ১৯০৮ সালের ২৮ অগাস্ট । এদিন প্রথমবারের মত মদীনায় ট্রেন এসে থামে সুদূর দামেস্ক থেকে। এর ফলে শাম ও আনাতোলিয়ার মুসলমানরা নিরাপদে হজ্ব করার সুযোগ লাভ করে,যা আগে ছিল না। ১৯০০ সালের ১ মার্চ সুলতান ২য় আব্দুল হামিদ এই দীর্ঘ রেলপথ নির্মাণের আদেশ দেন। তখন দামেস্ক থেকে মদিনায় যেতে প্রায় ৪০ দিনের মত সময় লাগতো। সেই সাথে যাত্রাপথে হাজিদের অনেক সমস্যার সম্মুখীন হতে হত। লুটেরা, খারাপ আবহাওয়াসহ নানা রকম বিপদ তাদের জন্য অপেক্ষা করতো। ১৯০৮ সালে ১ হাজার ৪০০ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের কাজ শেষ হয়। ১ম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত প্রায় ৯ বছর এই রেলপথের মাধ্যমে হাজারো হাজি ও অসংখ্য সাধারণ মানুষ উপকৃত হয়েছে। ১ম বিশ্বযুদ্ধ ও এর পরবর্তী সময় আরবদের বিদ্রোহের ফলে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়,অনেক জায়গায় লাইন উপড়ে ফেলা হয়। এই রেলপথ তৈরি করতে সুলতান কোন বিদেশি সাহায্য নেননি। বরং তার ইচ্ছে ছিল যে মুসলমানদের অর্থ ও শ্রমের মাধ্যমেই এই রেলপথ তৈরি হবে। সেসময় সুলতানের এমন উদ্যোগে ইউরোপ জুড়ে বিস্ময় ছড়িয়ে পড়ে। কারণ উসমানীয় খিলাফতের অবস্থা ছিল খুবই দূর্বল। আর অর্থনৈতিক অবস্থাও ছিল খুবই নাজুক। আর