ইসলামের মূলধারা ও বাতিল ফিরকা।পর্ব-১।
১ম পর্ব। সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি মানবজাতির সার্বিক কল্যাণের বিধান হিসেবে দ্বীন-এ-ইসলামকে মনোনীত করেছেন। দরুদ-সালাম জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শের মূর্তপ্রতীক সাইয়্যেদুল মুরসালীন হুযুর পুরনুর সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লামকে, যিনি ইসলামের সঠিক রূপরেখা অনুসরণের প্রতি উম্মতকে আদেশ প্রদান করেছেন এবং ভ্রান্তদলসমূহ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। অতঃপর আল্লাহর রহমত বর্ষিত হোক সত্যের মাপকাঠি হিদায়াতের উজ্জ্বল নক্ষত্র সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তা'আলা আনহুমের উপর, যাঁরা প্রিয় নবী সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ ও মত অনুসরণ করে আল্লাহ ও তাঁর প্রিয় রাসুল সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির সনদ লাভ করেছেন। তাবেইন, তবই-তাবেইন, আইমায়ে মুজতাহেদীন, মুফাসসেরীন, মুহাদ্দেসীন, ফোকাহা, তরীকতের ইমাম, আউলিয়া কেরাম, সুন্নী ওলামাপীর-মাশায়েখদের উপর আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হোক, যাঁরা অদ্যাবধি দ্বীন ইসলাম'-এর সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাআতের উপর অটল থেকে যুগে যুগে ইসলামের মুখোশধারী বাতিল দল-উপদলের ভ্রান্তিকে চিহ্নিত