আ'লা হযরত রহঃ এর জিবনী।
কারামতে আ'লা হযরত
......................................................
দেড় হাজার কিতাবের
রচয়িতা
চতুর্দশ শতাব্দীর
মোজাদ্দিদ, শরীয়তে মোহাম্মদীর
সাহায্যকারী, আ'লা হযরত, আযীমূল
বরকত, ইমামে আহলে সুন্নাত,
ফখরে জমীন
ও
জমান, আল্লামা মাওলানা হাফেয
ক্বারী মুফতি আলহাজ্ব শাহ মোখতার
আব্দুল
মোস্তফা মোহাম্মদ
আহমদ রেযা খাঁন
ছাহেব (রাহমাতুল্লাহ
আলাইহি) এর বড়
কারামত ছিল এই যে, শুধুমাত্র ৬৮ বত্সর
হায়াতের মধ্যে ৫৪
বত্সরে তিনি দেড়
সহস্রাধিক কিতাব
রচনা করেছেন।
মাশায়েখে কেরাম বর্ণনা করেছেন-
আ'লা হযরত রচিত
ফতোয়ার
অন্যতম কিতাব
''ফতোয়ায়ে রেজভীয়্যাহ''
বার খন্ডে বিভক্ত। এটা সহজেই
অনুমেয়, ঐ কিতাব এমন
বৃহত্ যে, অন্য কেউ ৫৪
বত্সরে কেন-শত
বত্সরেও
রচনা করতে পারবে কিনা সন্দেহ। সেই
কিতাবের
পুরো নাম-'আল
আতায়ান
নবভীয়্যাহ ফী-
ফতোয়ায়ে রেজভীয়্যাহ'।
এটি এত বিশাল যে এর বর্তমান
বাজারমূল্য ত্রিশ
হাজার টাকার উপরে।
পূর্বে উল্লেখ
করা হয়েছে যে, আ'লা হযরত
৬৮ বত্সর হায়াত পেয়েছিলেন।এর
মধ্যে শৈশব-কৈশোর
মিলিয়ে চৌদ্দ বত্সর
বাদ দিয়ে বাকী ৫৫
বত্সরে ৫৫০টিরও
অধিক জ্ঞান শাখায় দেড় হাজারেরও
অধিক
কিতাব
রচনা করেছিলেন।
সুবহানাল্লাহ!০এতেই প্রমাণিত
হয়,তিনি ছিলেন
নবী করীম সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লামের
উপযুক্ত নায়েবে নবী।
তিনি ছিলেন
মোজাদ্দেদে দ্বীন ও
মিল্লাত।আ'লা হযরত আযীমূল বরকতের
জ্ঞানের
গভীরতা,যোগ্যতা,
কারামত,বেলায়েত সহ
সমস্ত জ্ঞানের
শাখায় ধারণা লাভ করায় বিশ্বের
মনিষীগণ
তাঁকে শতাব্দীর
মোজাদ্দেদ
উপাধিতে ভূষিত
করেছেন। 'দালদী ক্বালব
মে আযমতে মোস্তফা,
সাইয়্যেদী আ'লা হযরত
পে লাখো সালাম'।
Comments
Post a Comment