আ'লা হযরত রহঃ এর স্মরণশক্তি।
আলা হযরত
(রাহমাতুল্লাহি আলাইহি রাহমাহ) এর
স্মরণ শক্তি
.............................................
.............................................
আ’লা হযরত
(রাহমাতুল্লাহ আলাইহি রাহমার) এর
স্মরণ শক্তির
অবস্থা এমন ছিল
যে, একদিকে ওস্তাদ
ছবক দেন
অপরদিকে তিনি এক
দুবার পড়েই কিতাব
বন্ধ করে দিতেন।
যখন ওস্তাদ ছবক
শুনতেন তখন
পুংঙ্খানুপুংঙ্খ
ভাবে তা শুনিয়ে দিতেন।
ওস্তাদ এ
অবস্থা দেখে আশ্চর্য্য
হয়ে বলতেন যে,
হে “আহমাদ মিয়া”
তুমি মানব
না জ্বীন যে,
আমি পড়াতে দেরী
কিন্তু তোমার
শুনাতে বিলম্ব হয়
না। বস্তুতঃ এ
উক্তিটি ওস্তাদের
দোয়া স্বরূপই ছিল।
...
একদিন আ’লা হযরত
বললেন, অনেকেই
না জেনে আবেগ
প্রবণ হয়ে আমার
নামের সাথে
“হাফিজ” শব্দটি যুক্ত
করে দেয়, অথচ
আমি হাফিজ নই।
তবে এটা সম্ভব
যে, কোন হাফিজ
সাহেব যদি আমাকে
কুরআন কারীমের
এক রুকু’ করে পড়ে
শুনান তাহলে অনুরূপ
আমার থেকে মুখস্ত
শুনানো সম্ভব হবে।
এ সিদ্ধান্ত মোতাবেক
মাহে রমজানে একজন
হাফিজ সাহেবের
সান্নিধ্যে মাত্র
২৩ দিনে ৩০
পাড়া কোরআন
শরীফ মুখস্ত
করে শুনিয়েছেন।
আর হিফজ করার
সময়টুকু হিসাব
করলে মাত্র ১৫
ঘন্টা হয়।
(সুবহানাল্লাহ্!)
...
শেয়ার করুন
...
Maslake AlaHazrat
Zindabad Zindabad
Comments
Post a Comment