ইমাম আলা হযরত- মুসলিম সমাজ যার কাছে ঋণী।
ইমাম আলা হযরত: মুসলীম সমাজ যার কাছে ঋণীঃ ----------------------------------------- যখন এ উপমহাদেশে ইসলামী সালতানাতের সূর্য অস্তমিত হচ্ছিলো, অন্ধকারে ছেয়ে যাচ্ছিলো, হৃদয় সূর্য ড়ুবন্ত প্রায় হলো এ বুকের সাহস দ্রুত হ্রাস পাচ্ছিলো, ঠিক তখনই আল্লাহর রহমতের সমূদ্র ঢেউ খেললো। পুনরায় একটি সূর্য উদিত হলো। সেটা আবার আকাশকে আলোময় করলো। ডুবন্ত হৃদয়কে উঠে আসার অবল্বন দিলো। সকলের মনে নতুন করে সাহস যোগালো। অন্ধকার আকাশে উদিত এ সূর্য কে ছিলেন? তিনি হলেন ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আলা হযরত ইমাম আহমদ রেযা বেরলবী (রহঃ)। আরব ও আজম যার মহত্ব ও সম্মানের পক্ষে সাক্ষ্য দিলো, যিনি নিজের খোদা-প্রদত্ত অসাধারণ যোগ্যতা, নাম ও খ্যাতিকে দ্বীন-ইসলাম ও ইসলামের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের প্রসার ও পুনঃপ্রতিষ্ঠার জন্য উত্সর্গ করেছিলেন এবং যার অসাধারণ ও ফলপ্রসূ অবদানগুলো গোটা মুসলিম সামাজের তার প্রতি চিরঋণী করে রেখেছে। ইমাম আহমদ রেযা বেরলবী (রহঃ)র বিশাল কর্মময় জীবনী পর্যালোচনা করলে উপরিউক্তি সত্ মধ্যাহৃ সূর্যের ন্যায় স্পষ্ট হয়ে ওঠে। সুখের বিষয় যে, এ ক্ষুদ্র পরিসরে তার জীবনী বিস্তা