সৈয়দগণ বাংলাদেশে কিভাবে আসলেন।

প্রশ্নঃ রাসুলের জন্ম মক্কায় ওফাত মদীনায় তবে আওলাদ কেন পাকিস্তানে, ভারত কিংবা বাংলাদেশে ?
-
হুজুর কেবলা তাহের শাহ কে কেন্দ্র করেই কয়েকজনে এ প্রশ্নটা আমাকে করেছে।
ভাবি আর চিন্তা করি দুশমনি করলে বহুভাবেই করা যায়।
কতবড় মুর্খ হলে এমন প্রশ্ন করা যায়।!!!
মক্কা মদীনায় রাসুলের আওলাদ নেই তা কিন্তু নয়,
বিশ্বের বিভিন্ন প্রান্তরে রাসুলের আওলাদ বিদ্যমান।
রাসুলের আওলাদ বলি কিংবা রাসুলের সাহাবী বলি মক্কা মদীনার মধ্যেই উনারা সীমাবদ্ধ থাকবে, এর বাইরে যাবেনা যেতে পারবেনা এমন কোন নীতিমালা ইসলামের কোন ইতিহাসেও নাই।
তারপরেও কেউ যদি এমন মনে করে কিংবা দাবি করে
তবে সে যে চরম মিথ্যাবাদী,সে ব্যাপারে কারো কোন দ্বিমত থাকার কথা না,কেননা উনারা মক্কা মদীনায় আবদ্ধ থাকলে পুরো বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছালো কিভাবে?


৭২ জন আহলে বাইত নিয়ে
ইমাম হোসাইন রারাদিয়াল্লাহু কে  কুখ্যাত জালিম এজিদ কারবালার প্রান্তরে শাহাদাত করার পর ক্ষমতায় গিয়ে নবীর আওলাদগণের প্রতি অসম্মান দেখিয়েছেন অত্যাচার করেছেন, যার ফলে অনেক আওলাদে রাসুল মদীনা ত্যাগ করেছেন,
সুলতান আইয়ুবী এর পূর্বের সময়েও মক্কা মদীনায়  আওলাদে রাসুলগণের উপর অবিচার করা হয়েছিল,তখন ও কেউ কেউ বিভিন্ন দেশে চলে গেছেন, সর্বশেষ ইবনে সৌদ ক্ষমতা গ্রহণের পর তার নব আদর্শ ওহাবিজম প্রতিষ্ঠাতার জন্য পুরো রাষ্ট্রব্যবস্থা ও পরিবর্তন করে ফেলেন
এমনকি দেশের নাম পর্যন্ত পরিবর্তন করে নিজের নামে করে নিলেন।
কুখ্যাত আব্দুল ওহাব নজদী ও আলবানীর পরামর্শে একের পর এক এই ওহাবী রাজ পরিবার সকল সাহাবাদের মাজার ভেঙ্গে দেয়।যারা এজিদ কে রাহমাতুল্লাহি আলাই বলে,
আওলাদে রাসুলের ব্যাপারে তাদের আচরণ কেমন ছিল তা বলার অপেক্ষা রাখেনা।
আওলাদে রাসুলের ব্যাপারে ওহাবিজমের দৃষ্টিভঙ্গি  সবারই জানা আছে।
যারা খুদ রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাধারণ মানুষের কাতারে ফেলেন তারা রাসুলের আওলাদের প্রতি কি সম্মান দেখাবে??
গত কয়েকশ বছর ধরেই মক্কা মদীনায় ইবনে সৌদ  পরিবারের রাজত্ব আর আব্দুল ওহাব নজদী, আলবানীর ভ্রান্ত আকিদারই প্রেকটিস হয়ে আসছে হচ্ছে,তাদেরই ক্ষমতা চলছে বর্তমাননেও।
এমতাবস্থায় মক্কা মদীনায় আওলাদের রাসুলের অবস্থান কিভাবে কাম্য হতে পারে???
আর সেজন্যই রাসুলের আওলাদ বিভিন্ন দেশে ছড়িয়ে আছে।

★ মক্কা মদীনায় যেসব আওলাদে রাসুল আছে তারা ঠিকই মিলাদুন্নবী পালন করে, ওহাবী রাষ্ট্র বিধায় মিডিয়া ফোকাস করেনা।
(ভিডিও পেতে ড. এরশাদ আহমদ আল বুখারীর পেজে ঘুরে আসুন)

★ আওলাদে রাসুল বলে পাকিস্তান, ভারত, বাংলাদেশে যাদের আমরা চিনি তাদের প্রত্যেকের পারিবারিক সিলসিলা তথা সাজরা রয়েছে।

★ যারা আওলাদে রাসুলের বিরুদ্ধে বলেন তাদের প্রতি আমার একটা প্রশ্ন আছে উত্তর দিতে পারলে আপনার পা ধরে ক্ষমা চেয়ে তাওবা করে নেব আর যদি উত্তর দিতে না পারেন কিংবা তাওবা না করেন তবে আপনাকে জারজ,শয়তান,অভদ্র,কুত্তা বলতেও আমার মুখে বাঁধবেনা।
প্রশ্নঃ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এর কন্যা মা ফাতেমা,দৌহিত্র ইমাম হাসান হোসাইন থেকে শুরু করে ২০১৯ পর্যন্ত যত আওলাদে রাসুল পৃথিবীতে এসেছেন গত হয়েছেন আপনি কি সবাইকে চিনেন?
সবার তালিকা কি আপনার কাছে আছে?
থাকলে তাহের শাহ হুজুরের সাজরার সাথে মিলাই দেখেন এবং কোথায় ভুল আছে ধরাই দিন।

যদি না পারেন আপনার কোন অধিকার নাই কে আওলাদে রাসুল আর কে আওলাদ রাসুল নয় এটা বিচার করার।

★যারা ফেসবুকে এসমস্ত পোষ্ট দেয়, আজে বাজে কমেন্ট করে তাদের সবাইই আমার মতই আমাম,
শুনে কথা বলে, অন্যজনে কি বলে তার উপর ভিত্তি করেই যা ইচ্ছা তা দিয়ে তর্ক করে যায়।
আরে ভাই আপনার বিবেক কি বলে সেটাই দেখুন না,
কমন সেন্স কি বলে?
আওলাদে রাসুল পাকিস্তানে থাকাটা কোন যুক্তিতে অস্বাভাবিক??

★ কিছু আবাল প্রশ্ন তুলে উনাকে তো নিজের দেশেই চিনেনা,নিজের দেশে গ্রহণযোগ্যতা নাই, বাংলাদেশে কেন সদারত করে?  উনার দরবারে কেন করেনা? ইত্যাদি ইত্যাদি

জবাবঃ
যারা বলে বেড়ায় তাহের শাহকে পাকিস্তানে কয়জনে চিনে?? এসব প্রশ্নকারীর খোঁজ খবর নিয়ে দেখলে দেখা যায় এদের চৌদ্দ গোষ্ঠীর কেউ পাকিস্তানে ছিলনা, সে নিজেও কোনদিন পাকিস্তানে যায়নি,
আদা ব্যাপারী জাহাজের খবর নিয়ে ব্যস্ততা।
এদের আব্বাদের মুখে শুনে শুনে শুধু ডাকঢোল বাজায়, সারাজীবন এভাবে শুনা কথায় বলে বেড়াবে।
আমরা সুন্নিরা শুনা কথায় বাড়াবাড়ি করিনা,বাস্তবতায় বিশ্বাসী।
ওহে মূর্খের দল শুনে রাখো পাকিস্তানে কেউ চিনে কিনা জানতে চাও, নওয়াজ শরীফকে চিন নাকি?
নওয়াজ শরীফ ও হুজুরের কাছে যায় দোয়া নেয়ার জন্য, বাংলাদেশে যদি শেখ হাসিনা কোন পীরের নিকট দোয়া নিতে যায় আর সে পীরকে যদি বলি বাংলাদেশের মানুষ চিনবেনা এটা আকাশ কুসুম কল্পনা বৈ অন্য কিছু নয়।

আর পাকিস্তানেও জুলুছ হয় তাহের শাহ হুজুর জুলুছ করেই আসছেন, ১২ তারিখ ও জুলুছ হয়েছে ৫০লক্ষ  মানুষ নিয়ে-
https://m.facebook.com/story.php?story_fbid=1454317157998673&id=100002612097697
আরো দেখ-
https://m.facebook.com/story.php?story_fbid=1481649201932135&id=100002612097697
★ এই দেশে উনার দাদার প্রতিষ্ঠান, উনার বাবার উনার শত শত দ্বীনি প্রতিষ্ঠান আছে এগুলো দেখতে হলেও তো আসতে হয়।
কোটি কোটি মুরিদের অন্তরে শান্তনা দিতে
নামাজ ও শরীয়তের অন্যান্য আমলের ছবক দিতে তো আসতে হয়।
অমুসলিম কে মুসলিম বানানোর জন্যে তো আসতে হয়।
ওহে জাহেলের দল তোমরা যাদের গা জ্বলতেছে বড়বড় কথা বল, ফরজ ছেড়ে নফল নিয়ে লাফালাফি বলে অপবাদ দাও, তো তোমরা কয়জনকে ফরজ আদায় করাতে পারছ? তোমাদের ডাকে কয়জনে নামাজ পড়েছে?
অথচ হুজুর কেবলার ডাকে প্রায় ৩ লক্ষ মানুষ সেদিন জোহরের নামাজ জামাতে পড়ে তাওবাহ করে শপথ নিয়েছে ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়বে শুধু তা নয়, বরং আওয়াবিন, দরুদ শরীফ, জিকির আজকার সহ অন্যান্য আমল ও করবে।
প্রমাণ  -https://www.facebook.com/alhajsyedripononlinepages/videos/2076720079229215/
এবং
https://m.facebook.com/story.php?story_fbid=2076720032562553&id=1701062080128352
নিজের দিকে তাকিয়ে দেখ হুজুর কেবলার পায়ের ধুলিকণা সম হবে কিনা?বেশি বেশি শেয়া চাই।

Comments

Popular posts from this blog

ছবছে আওলা ও আ'লা হামারা নবী।

পিডিএফ বই ২৮ টি একত্রে।

খাজা গরীবে নেওয়াজ এর জিবনী।