Posts

Showing posts with the label মনিষিদের জিবনী।

ইমাম শেরে বাংলা রহঃ এর জিবনী।

Image
মোজাদ্দেদে জামান,  তাজুল ওলামা, হযরত মাওলানা শাহ্ সৈয়দ রাহাতুল্লাহ্ রিয়মনগরী রহঃ এর ১পবিত্র মাযার শরীফে সংঘটিত একটি বিশেষ ঘটনা। রাঙ্গুনিয়া থানার অন্তর্গত মরিয়মনগর নিবাসী পীরে কামেল, নায়েবে সদরুল আফাযিল হযরত মাওলানা শাহ্সূফী সৈয়দ মোহাম্মদ বিসমিল্লাহ শাহ নঈমী (রহঃ) এর বড় শাহজাদা জনাব সৈয়দ মোহাম্মদ ক্বদির সাহেব প্রত্যক্ষদর্শী হিসাবে এ ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন,গাজী শেরে বাংলা (রহঃ) প্রতি বছর আমার শ্রদ্ধেয় দাদাজান কেবলা হযরত মাওলানা শাহসূফী সৈয়দ রাহাতুল্লাহ নকশবন্দী (রহঃ)এর পবিত্র ওরস মোবারক ও মাদ্রাসার বার্ষিক সালানা জনসায় প্রধান ওয়ায়েজ হিসাবট তশরীফ আনতেন। আমার পরম শ্রদ্ধেয় আব্বাজান কেবলা হযরত মাওলানা শাহসূফী সৈয়দ বিসমিল্লাহ শাহ্ (রহঃ) এর সাথে তাঁর সুদৃঢ় আত্মিক সম্পর্ক ছিল। আমার তখন ছাত্রাবস্তা এবং আউলিয়ায়ে কেরাম সম্পর্কিত আমার ধারণা ছিল সীমাবদ্ধ । একদচ হযরতুল আল্লামা গাজী শেরে বাংলা (রহঃ) পবিত্র ওরস মোবারক ও মাদ্রাসার বার্ষিক সালানা জলসা উপলক্ষে আজিমুশশান মাহফিলে রাহাতিয়া দরবার শরীফে তশরীফ এনেছেন। সে সময় এক আশ্চর্যজনক ঘটনার অবতারণা ঘটে। আমি স্বচক্ষে এ ঘটনা অবলোকন করছি। মোজাদ্দেদে দ...