আ'লা হযরত রহঃ এর উপর এমফিল।

আ'লা হযরত (রহ)'র উপর বাংলাদেশে সর্বপ্রথম এম.ফিল ডিগ্রী অর্জনকারী জননেতা অধ্যক্ষ মাওলানা স উ ম আবদুস সামাদ
______________________________________
চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, কলমসম্রাট, আ’লা হযরত শাহ ইমাম আহমদ রেযা খান (রহ.)। তিনি অর্ধ শতাধিক বিষয়ের পন্ডিত, দেড় সহসাধিক গ্রন্থের প্রণেতা। ভারতবর্ষের ইতিহাসের শ্রেষ্ঠ মুজতাহিদ, যুগের আবু হানিফা, জ্ঞানের বিশ্বকোষ, ইমাম আহমদ রেযা খাঁন (রহ.) যিনি ‘আ’লা হযরত’ নামে বিশ্বে প্রসিদ্ধ।
-
বিশ্বব্যাপি আলোচিত, অনুকরণীয়, অনুসরণীয়  এ মহান কলমসম্রাটের এর উপর বাংলাদেশে সর্বপ্রথম ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ''ইমাম আহমদ রেযা(রহ.) এর জীবন ও কর্ম" বিষয়ে এম. ফিল ডিগ্রী অর্জন করেন বর্তমান বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম-মহাসচিব জননেতা অধ্যক্ষ মাওলানা স উ ম আবদুস সামাদ।
-
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আদর্শিক সুন্নী রাজনৈতিক প্লাটফর্ম বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা প্রতিষ্ঠার অন্যতম রূপকার এ মহান নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আ'লা হযরত বিষয়ে এম. ফিল প্রোগ্রামে ভর্তি হতে গিয়ে অনেক বেগ পেতে হয়। এমনকি অা'লা হযরত (রহ.) সাতশত (৭০০) কিতাবের রেফারেন্স জমা দেয়ার পর এ বিষয়ে এম. ফিল করার অনুমতি মিলে। অতঃপর তিনিই বাংলাদেশে মসলকে আ'লা হযরত তথা সুন্নীয়তের ইতিহাসে সর্বপ্রথম আ'লা হযরত (রহ.)'র উপর এম. ফিল ডিগ্রী অর্জন করে ইতিহাস গড়েন।
-
উল্লেখ্য- আ'লা হযরত (রহ.) এর দর্শন বাংলার জমিনে পৌঁছে দিতে সর্বাত্মক ভূমিকা রাখছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। ১৯৮৮ সালে আ'লা হযরত এর মাজার মুবারকের ছবি দিয়ে দেশে সর্বপ্রথম  ক্যালেন্ডার প্রকাশ করে ছাত্রসেনা। সামাদ ভাই এম. ফিল করার পর ১৯৯১ সালে চট্টগ্রাম পলোগ্রাউন্ডে শাহ ওয়াজীউল্লাহ ইনস্টিটিউটে আ'লা হযরত (রহ.) জীবন ও কর্ম শীর্ষক সেমিনার ও সামাদ ভাই কে সংবর্ধনা দেয়া হয়। ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ, বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে আয়োজিত ঐ সেমিনারে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি রেজাউল করিম তালুকদার। তখন বিশ্ববিদ্যালয় সভাপতি ছিলেন এম এ মোমেন, দক্ষিণ জেলা সভাপতি ছিলেন নুরুল আবছার ও উত্তর জেলা সভাপতি ছিলেন শহীদুল হক।
(সূত্রঃবাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রচার সচিব জননেতা রেজাউল করিম তালুকদার)
-
ইতিহাস সৃষ্টিকারী জননেতা স উ ম আবদুস সামাদের মতো এরকম জ্ঞানীগুণী, প্রাজ্ঞ-অভিজ্ঞ নেতার সংস্পর্শ থাকতে পারা ভাগ্যের বিষয়। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও ইসলামী ফ্রন্টের  প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি  যে ক'জন সুন্নীয়তের এ ঝাণ্ডাকে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে নিরবচ্ছিন্নভাবে কাজে করে যাচ্ছেন, তাদের অন্যতম জননেতা স উ ম আবদুস সামাদ। এমন যোগ্য ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে জাতীয় সংসদও গৌরবান্বিত হবে।
মহান আল্লাহ রাব্বুল ইজ্জত এ মহান নেতার ছায়াকে আমাদের উপর দীর্ঘ করুন, আমিন।

দোয়া কামনায়-
মুহাম্মদ ফরিদুল ইসলাম
সহ-সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।

(অবিকৃতভাবে কপি করতে বাধা নাই।

Comments

Popular posts from this blog

ছবছে আওলা ও আ'লা হামারা নবী।

পিডিএফ বই ২৮ টি একত্রে।

খাজা গরীবে নেওয়াজ এর জিবনী।