তাহিয়্যাতুল অযু
[] আজ আরেকটি ভুলে যাওয়া আমলের (সুন্নাহ) কথা বলবো।
আর সেটি হচ্ছে #তাহিয়্যাতুল_ওযু।
.
নামটা হয়তো অনেকের কাছে নতুন মনে হচ্ছে আবার অনেকেই হয়তো জানেন কিন্তু আমল করতে পারছেননা।
আর এই রামাদ্বান হতে পারে এই ভুলে যাওয়া সুন্নাহকে পুনর্জীবিত করার এক সুবর্ণ সুযোগ।
কারণ এরকম ব্যস্ততাহীন রামাদ্বান আমরা খুব কমই পেয়েছি।
...
অজু করার পর অজুর অঙ্গগুলো শুকানোর পূর্বেই দুই রাকাত নামাজ পড়া মুস্তাহাব।
ইসলামী পরিভাষায় এই নামাজকে “তাহিয়্যাতুল অজু” বলে।
.
আসেন এ বিষয়ে একটা হাদীস জেনে নেইঃ-
"উকবা ইবনু আমির রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল ﷺ ইরশাদ করেন, যে মুসলমান সুন্দর রুপে অজু করে তারপর দাঁড়িয়ে দেহ ও মনকে পুরোপুরি তার প্রতি নিবদ্ধ রেখে দুই রাকআত নামাজ আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।"
[সহিহ মসলিম ২৩৪, আবু দাউদ, ৩০৪]
.
এতো ফজিলতপুর্ণ একটা আমল আমরা হেলায় ফেলে রেখেছি এতোদিন!
নিতান্ত বোকা না হলে কেউ এর ফজিলত জানার পরও ইচ্ছা করে এই আমল ছাড়তে পারেনা।
এটা নির্ভর করবে আপনার উপর যে, আপনি নিজের জন্য জান্নাত ওয়াজিব করতে চান কি চাননা।
.
এতো সব না ভেবে আজ থেকেই আমল শুরু করে দেন।
আর জান্নাতের পথ সুগম করুন।
Comments
Post a Comment