সাংগঠনিক পদ্ধতিতে সুন্নি আন্দোলন।

★আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্।
★ প্রজেক্ট- ইসলামের মূলধারা ও বাতিল ফিরকা★
★ পোস্ট নং--২১

★বিসমিল্লাহির রাহমানির রাহিম।

♣দেশব্যাপী সুন্নী ওলামা কেরামের কোন একক সংগঠনের অস্তিত্বের কথা জানা নেই। এক সময় এর প্রয়োজনীয়তাও তেমন প্রকট ছিল না। তাই আমাদের পূর্ববর্তী সম্মানিত সুন্নী ওলামা কেরাম নিজ নিজ অঞ্চল থেকে সুন্নীয়াতের খেদমত আঞ্জাম দিয়েছেন। তাছাড়া সে সময় প্রতিপক্ষদেরও দেশব্যাপী একক কোন সাংগঠনিক অবস্থান ছিল না। তাই হয়তো তৎকালীন সুন্নী ওলামা কেরাম এর বিশেষ প্রয়োজনীয়তা উপলব্ধি করেননি। অতীতে এ ব্যাপারে একাধিকবার উদ্যোগের কথা জানা গেলেও তার কোন সফল বাস্তবায়ন হয়নি নানা কারণে। কিন্তু, আজ দেশব্যাপী সুন্নী ওলামা কেরামেরও সুসংগঠিত হওয়া সময়ের দাবী।বাতিল পন্থীগণ যখন দেশব্যাপী নানা সংগঠনের মাধ্যমে নিজেদের ভ্রান্ত মতবাদ প্রচারে জোর প্রচেষ্টায় লিপ্ত, তখন সুন্নী ওলামা কেরামের বিক্ষিপ্ত অবস্থান ও কর্মতৎপরতা আদৌ সময়োচিত নয়। এ ক্ষেত্রে আগে থেকেই সুন্নী ওলামায়ে কেরামের অসচেতনতা বাতিল পন্থীদেরকে "আহলে সুন্নাত ওয়াল জামা'আত" নামে তথাকথিত সংগঠন করে দেশের সরলপ্রাণ মুসলমানদেরকে চরমভাবে ধোকা দেয়ার সুযোগ করে দিয়েছে। আজ সুন্নী মুসলমানদের মাযহাবী, রাজনৈতিক, সামাজিক, পেশাজিবী ও ছাত্র সংগঠনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। পাক আমলের কথা বাদ দিলেও স্বাধীনতার পরও যদি সুন্নী ওলামা কেরাম নিজেদের সার্বিক অবস্থান সুসংহত করার লক্ষ্যে এগিয়ে আসতেন তাহলে আজ সুন্নী মুসলমান ও তাদের কোমলমতি সন্তানরা বাতিলের খপপরে পড়ত না।ধর্মহীন রাজনীতির আগ্রাসন ও সুন্নী অঙ্গনের সাংগঠনিক শূন্যতা অনেককে অনিচ্ছা সত্ত্বেও বাতিলপন্থীদের রাজনীতিতে অংশগ্রহণে বাধ্য করেছে-এ কথা অস্বীকার করার সুযোগ নেই।

©(সংকলন- ইসলামের মূলধারা ও বাতিল ফিরকা।
লেখকঃ- মাওলানা কাযী মঈন উদ্দিন আশরাফী)।
★পোস্টটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করার অনুরোধ রইল।
আমাদের সাথে থাকুন-
facebook.com/meitobimarenabiho

Comments

Popular posts from this blog

ছবছে আওলা ও আ'লা হামারা নবী।

পিডিএফ বই ২৮ টি একত্রে।

খাজা গরীবে নেওয়াজ এর জিবনী।