খারেজিদের সংক্ষিপ্ত ইতিবৃত্তি।

ইসলামের মূলধারা ও বাতিল ফিরকা- পর্ব-৬
★খারেজিদের সংক্ষিপ্ত ইতিবৃত্ত।

★সিফফীনের যুদ্ধের তীব্রতা দেখে সিরিয় সৈন্যগণ নিজেদের আশংকায় যুদ্ধ উদ্দেশ্যে হযরত আমর ইবনে আ'স-এর পরামর্শক্রমে জেনারেল বন্ধের ইবনে এর আবুল আওয়ার সুলামী মাথার উপর অথবা তীরের মাথায় কোরআন নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহ তা'আলা আনহুর পক্ষের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, আপনাদেরকে কোরআনের দিকে আহবান করছি। এতে হযরত আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহুর পক্ষের সেনাপতি ওশতর নাহফী নিজ সৈন্যদের বললেন, এটা একটা প্রতারণা মাত্র এবং তিনি আরো প্রচণ্ড আক্রমণ করলেন। কিন্তু, এর ফলে হযরত আলী রাদিয়াল্লাহ তা'আলা আনহুর সৈন্যের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়ে গেল। আশআছ ইবনে কায়স,মুসরির ইবনে ফদক, আবদুল্লাহ ইবনে কাওয়াসহ বেশ কিছু সংখ্যক সৈন্য বলল, “এটা কেমন করে হতে পারে যে, আমাদেরকে কিতাবুল্লাহর দিকে আহবান করছে আর আমরা এ আহবান প্রত্যাখ্যান করব।"এছাড়াও তারা কোরআন করীমের আয়াত পেশ করলো, “হে রাসুল (সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম) আপনি কি তাদেরকে দেখেননি যাদেরকে কিতাবের অংশ দেয়া হয়েছে। তারা পরস্পরের মধ্যে মীমাংসার জন্য আল্লাহর কিতাবের দিকে আহ্বান করছে ?" হযরত আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাদেরকে বুঝাতে চেষ্টা করলেন যে, এটা শুধুমাত্র ধোকাবাজী । তোমরা যুদ্ধ চালিয়ে যাও। তখন উল্লেখিত ব্যক্তিগণ বলল, “আপনি যুদ্ধ বন্ধ করেন এবং ওশতরকে ডেকে পাঠান। অন্যথায় আপনার অবস্থাও তাই হবে যা ওসমানের হয়েছে।” তখন হযরত আলী রাদিয়াল্লাহু
তা'আলা আনহু বললেন, “তোমাদের যা ইচ্ছা কর।” তারা ওশতরের অনিচ্ছা সত্বেও তাঁকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করল। অতঃপর উভয় পক্ষ যুদ্ধ বন্ধ করল।
( সংকলন- ইসলামের মূলধারা ও বাতিল ফিরকা,
- কাযী মঈন উদ্দিন আশরাফী।

Comments

Popular posts from this blog

ছবছে আওলা ও আ'লা হামারা নবী।

পিডিএফ বই ২৮ টি একত্রে।

খাজা গরীবে নেওয়াজ এর জিবনী।