কাবা ঘরের বর্ণনা।

// ঝড়ো হাওয়ার কারনে কাবা ঘরের গিলাফ খুলে যায়, এবং আমরা নতুন একটি জিনিস দেখতে পেরছি যা আগে কখনো দেখিনি  ৷

আর তা হলো হযরত আব্দুল্লাহ বিন যুবাইর (রাঃ) এর খেলাফতকালে নির্মান করা কাবা শরীফের দ্বিতীয় দরজা ৷ তার স্পষ্ট চিহ্ন (লাল দাগ দেয়া অংশটিতে) দেখা যাচ্ছে ৷

৬৪ হিজরীতে যখন আব্দুল্লাহ ইবনে যুবাইর রা,,, খলিফা নির্বাচিত হন ,তখন তিনি এ দরজাটি  নির্মাণ করেছিলেন, হযরত আয়েশা ( রাঃ) এর এই রেওয়াতের উপর ভিত্তিতে........

তিনি বর্ননা করেন মক্কা বিজয়ের পর একদা রাসূল (সাঃ) বলেছেন , যদি কাবা ঘর সম্পূর্ণ রূপে নির্মান করার জন্য টাকা থাকতো আর ঐ সমস্ত মুসলমানদের বদ জনের ভয় না হতো তাহলে হাতিমে কাবার পাচ  হাত জায়গায়টাও কাবার মধ্যে শামীল করে দিতাম, আরো একটা দরজা নির্মাণ করতাম যাতে  যিয়ারতকারীগণ এক দরজা দিয়ে প্রবেশ করে আরেক দরজা দিয়ে বের হতে পারে ৷

কিন্তু ৭৩ হিজরীতে যখন বনু উমাইয়া খলীফা হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে মক্কা দখল করে ৷ তখন তারা  কাবা ঘর পুনঃনির্মান করেন বর্তামান  যে ডিজাইনটা বিদ্যমান আছে ৷
আর হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাঃ) দরজাটি বন্ধ করে দিয়েছিলো ৷ তারপর থেকে কাবা ঘর এই ডিজাইনেই রয়ে গেছে ৷
========================
কা'বা ঘরের বর্তমান অবস্তা
==================
(১) কাবা ঘরের ভেতরে কোনো
ইলেকট্রিক লাইট নাই।
(২) এ ঘরের মেঝে এবং ওয়াল মার্বেল পাথর
দ্বারা নির্মিত।
(৩) এ ঘরের কোনো জানালা নাই।
(৪) কাবা ঘরের ১টি মাত্র দরজা।
কাবা ঘরের ছাদে ১২৭ সে.মি লম্বা ও ১০৪ সে.মি. প্রস্থের একটি ভেন্টিলেটার আছে যেটি দিয়ে সূর্যের আলো ভেতরে প্রবেশ করে।
এটি একটি কাচ দিয়ে ঢাকা থাকে।
যখন কাবা ঘরের ভেতর পরিস্কার করা হয় তখন এই কাচটি খোলা হয়।
কাবা শরীফের দুটি সিলিং রয়েছে।
এর ভেতরের দেয়ালগুলি সবুজ ভেলভেটের পর্দা
দিয়ে আবৃত। এই পর্দাগুলি প্রতি তিন বছর পর পর পরিবর্তন করা হয়।
এর সিলিংকে তিনটি কাঠের পিলার ধরে রেখেছে। প্রতিটি পিলারের ব্যাস ৪৪ সে.মি.।
পবিত্র কাবা শরীফ পরিস্কার করার জন্যে এর দরজা বছরে দুইবার খোলা হয়। রমজান এর ১৫ দিন আগে
এবং হজ্জ এর ১৫ দিন আগে।
পরিস্কারের পরে মেঝে এবং দেয়াল সাদা কাপড় ও টিসু দিয়ে মোছা হয়।
এরপর দেয়ালগুলি পারফিউম দিয়ে
সুগন্ধযুক্ত করা হয়।
কাবা শরীফের কালো কাপড়ের আবরনটি (কিশওয়া)
প্রতি বছর ৯ই জিলহজ্জ পরিবর্তন করা হয়।
কাবা শরীফের দরজার চাবি বনী সায়বা নামক এক
গোত্রের কাছে থাকে।
মহানবী মুহাম্মদ (সাঃ) এই চাবী এই গোত্রের
কাছে দিয়েছিলেন,
যা কিয়ামতের আগ পর্যন্ত তাদের কাছেই থাকবে।
তারা কাবা শরীফ পরিস্কার করার
কাজের জন্য বিভিন্ন মুসলিম দেশের প্রেসিডেন্ট,
মন্ত্রী, কুটনীতিক ও গন্যমান্য ব্যক্তিদের
দের অভিবাদন জানান।
মক্কা শহরের গভর্নর তাদের কাবা
শরীফের ভিতরে নিয়ে যান এবং
তারা জমজম কুপের পানি এবং গোলাপ জল দিয়ে কাবা শরীফের ভিতর পরিস্কার করেন!........

( আমিন )

Comments

Popular posts from this blog

ছবছে আওলা ও আ'লা হামারা নবী।

পিডিএফ বই ২৮ টি একত্রে।

খাজা গরীবে নেওয়াজ এর জিবনী।