সহিহ হাদিসের আলোকে শবে বরাত।

প্রসঙ্গ: শবে বরাত
কৃত: মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক(Abul Kashem Fazlul Hoque)
উপাধ্যক্ষ, কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা, ঢাকা।

শবে বরাত এখন প্রায় সবার কাছেই স্বীকৃতি ইস্যু। আমাদের অনেক ছাত্রও দেখলাম এ নিয়ে সিরিজ লিখেছে। এক সময় যে শিষ্যরা শবে বরাত নাই বলত আলবানী ঐ শিষ্যদেরকে সহি সনদের মাধ্যমে ‘সহি সবক’ দিয়ে শবে বরাতকে নিয়ে ঐ শিষ্যদের ‘জঈফ’ ধারনা ‘মানসূখ’ করে দিয়েছেন। তবে যে কোন জিনিষকে মুখস্ত বিদআত বলার রোগ সারেনি এখনো। এতোদিন যারা ‘ইসলামে শবে রাতের অস্তিত্ব নাই’ বলে বলে একটা ‘খাসলত’ তৈরী করেছে আলবানীর ‘সহি সবক’ তাদেরকে একগুচ্ছ ‘শরম’ উপহার দিয়ে গেছে। সে কারণে শবে বরাতের অস্তিত্ব স্বীকারে ঐ ‘সহি সবক’ তাদেরকে পুরোপুরি ‘বে-শরম’ বানাতে না পারলেও বিদআতের ধাঁধায় আবৃত তাদের মুখগুলোকে খোলস থেকে সামান্য বের করে দিয়েছে। এখন আর শবে বরাতকে লক্ষ করে আগের মত ‘মিসাইল’ নিক্ষেপ করে না তারা। ছোটখাটো ককটেল মেরেই খান্ত এবং মোটামুটি শান্ত। সমালোচনার ভাষা চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। লজ্জার ভাঁজগুলো খুলতে শুরু করেছে আস্তে আস্তে। এখনকার ভাষা, “লাইতুন নিসফে মিন শা’বানের উপর দু‘একটি হাদিস আছে। তবে....”। যাহোক, আলবানীর ‘সহি সবকে’ একশ পাঁচ ডিগ্রী থেকে জ্বর চারে নেমেছে।

অবশ্য, এখানে শহীদে মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহ. এর কাফেলারও একটা বিরাট অবদান আছে। ঐ কাফেলা শবে বরাতের উপর একটা নতুন সুর্য্ রচনা করেছে আমাদের জন্য, আবার একটুখানি হলেও জোনাকীর আলো ছড়িয়ে দিয়েছে তাদের জন্য। কাফেলা অনুষ্ঠানটি ছিল কারও কারও জন্য চৈতন্যের বিনাশ, আবার কারও জন্য সত্যের প্রকৃষ্ট প্রকাশ। কারও জন্য জীবনের অদ্ভুত এক যন্রণা, আবার কারওবা আত্মার শান্তির আলপনা। কাউকে ওটা আঁধারে ভাসায়, আবার কাউকে নৈসর্গিক আনন্দে হাসায়। সমালোচনাকারীদের কাউকে কাউকে এখন শবে বরাতের অনুষ্ঠানে প্রধান অতিথি হতেও দেখা যায়। ভালোবাসার এই হালকা আভা আরও গাঢ় ও দীর্ঘ হোক এই কামনা কবি।

তবে এখানে আমাদেরও কিছু দায় আছে। হালুয়া-রুটি খাওয়াকেই শবে বরাতে আমরা যেন মূখ্য মনে না করি। কবর জেয়ারতের বৈধতার স্রোতে সারারাত আনন্দনৃত্য আর হৈ হুল্লোড় করে স্বপ্নের ভ্যানগাড়ীতে ঘুরা-ফেরাকেই যাতে ইবাদত মনে না করি। আতশবাজী আর পটকাবাজী যেন শবে বরাতের পবিত্র গায়ে কালিমা লেপন না করে।

ইউটিউবে ‘সহিহ হাদিসের আলোকে শবে বরাত’ শীর্ষক আলোচনা শুনুন : https://youtu.be/Yfpe-Ee8XeQ
সাবস্ক্রাইব করুন : http://bit.ly/HasnainMultimedia

Comments

Popular posts from this blog

ছবছে আওলা ও আ'লা হামারা নবী।

পিডিএফ বই ২৮ টি একত্রে।

খাজা গরীবে নেওয়াজ এর জিবনী।