প্রথম মিলাদ কিয়াম কে করেছেন?
*মিলাদ কিয়ামের বিধান* (২) ।
প্রথম মিলাদ ও কেয়াম কে করেছেন?
পবিত্র মিলাদুন্নাবীর ইতিহাস অতি প্রাচিন
।
মিলাদুন্নাবী সূচনা করেছেন স্বয়ং আল্লাহ
রাব্বুল আলামীন । রোজে আজলে সমস্ত
আম্বিয়ায়ে কেরামকে নিয়ে আল্লাহ এই
মিলাদের আয়োজন করেছিলেন । নবীগণের
মহা সম্মেলন ডেকে মালাদুন্নাবী মাহফিলের
আয়োজক স্বয়ং আল্লাহ ।
তিনি নিজে ছিলেন মীর মজলিশ ও সভাপতি ।
সকল নবীগন ছিলেন শ্রোতা । ঐ
মজলিশে ১লক্ষ২৪হাজার .
মতান্তরে ২লক্ষ২৪হাজার পয়গম্বর (আঃ)
উপস্হিত ছিলেন । ঐ মজলিশের উদ্দেশ্য
ছিল হযরত মুহাম্মদ মোস্তাফা (দঃ) এর
বেলাদত . শান ও মান অন্যান্য নবীগনের
সামনে তুলে ধরা এবং তাদের থেকে তার উপর
ইমান আনয়ন ও সাহায্য সমর্থনের
প্রতিশ্রুতি আদায় করা ।কোরআন
মাজিদের
৩য় পারা সূরা আলে এমরান
৮১-৮২নং আয়াতের মধ্যে আল্লাহ তায়ালা
ঐ
মিলাদুন্নাবী মাহফিলের কথা উল্লেখ
করেছেন । নবীজির সম্মানে এটাই ছিল ১ম
মিলাদ মাহফিল এবং মিলাদ মাহফিলের
উদ্যোক্তা ছিলেন স্বয়ং আল্লাহ তায়ালা ।
সুতরাং মিলাদ মাহফিল অনুষ্ঠান
হচ্ছে আল্লাহর সুন্নাত ও তরিকা । ঐ
মজলিসে সমস্ত আম্বিয়ায়ে করাম উচস্হিত
ছিলেন । ঐ মজলাশে স্বয়ং আল্লাহ নবীজির
শুধু আবির্ভাব বা মিলাদের উপরই গুরুত্ব
আরোপ করেছিলেন । সীরাতুন্নাবীর উপর
সেদিন কোন আলোচনা হয়নি । সমস্ত
নবীগন খোদার দরবারে দন্ডায়মান
থেকে মিলাদ শুনেছেন এবং কিয়াম করে
ছিলেন
। কেননা . খোদার দরবারে বসায় কোন
অবকাশ নেই । পরিবেশটি ছিল আদবের ।
মিলাদ পাঠ কারি ছিলেন স্বয়ং আল্লাহ
এবং কেয়ামকারী ছিলেন আম্বিয়ায়ে কেরাম ।
সুতরাং মিলাদুন্নাবী মাহফিল কেয়াম সহ
নবিগনের সম্মিলিত সুন্নাত ও
ইজমায়ে আম্বিয়া দ্ধারা প্রতিষ্ঠিত ।
***হে প্রিয় রাসূল ! আপনি স্বরং করুন ঐ
দিনের কথা . যখন আমি আল্লাহ
তায়ালা সমস্ত নবিগন
থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন এ কথার উপর
যে . যখন আমি তোমাদেরকে কিতাব ও
হিকমত দিয়ে দুনিয়ায় প্রেরণ করবো ;
তারপর তোমাদের কাছে আমার মহান রাসূল
যাবেন এবং তোমাদের নবুয়ত ও কিতেবের
সত্যতার সাক্ষ্য প্রদান করবেন . তখন
তোমরা অবশ্য অবশ্যই তার উপর ঈমান
আনবে এবং অবশ্যই তাঁকে সাহায্য করবে ।
আল্লাহ বলেন : তোমরা কি এ সব কথার
উপর অঙ্গীকায় করেছো এবং এই
শর্তে আমার ওয়াদা গ্রহন নিয়েছ? (তখন)
তাঁরা সকলেই সমম্বরে বরেছিলেন -
আমরা অঙ্গীকার করছি । আল্লাহ বলেন :
তাহলে তোমরা পরস্পর সাক্ষী থাক । আর
আমিও তোমাদের সাথে মহা সাক্ষী রইলাম ।
(৮১)
***অতপর যে কোন লোক এই অঙ্গীকার
থেকে ফিরে যাবে সেই হবে নফরমান
কাফের .৮২সূরা আল এমরান ।
#চলবে।
Comments
Post a Comment