খোলাফায়ে রাশেদুনের যুগে ঈদে মিলাদুন্নাবী দঃ।

***মিলাদ কিয়ামের বিধান***-(৫)
খোলাফায়ে রাশেদুনের যুগে মিলাদুন্নাবী ।
আল্লামা ইবনে হাজর হায়তামী মক্কী (রহঃ)
নিজ সনদে খোলাফায়ে রাশেদীন কতৃক মিলাদ
পাঠের ও অনুষ্ঠানের গুরুত্ব আরোপের
কথা নিন্মোক্ত
রেওয়ায়াতে বর্ণনা করেছেনঃ
হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)
বলেছেনঃ "যে ব্যাক্তি মিলাদ শরীফ পাঠ
করার জন্য এক দিরহাম পরিমান খরছ
করবে . সে আমার বেহেস্তের সাথি হবে "।
হযরত ওমর (রাঃ) বলেছেনঃ "
যে ব্যাক্তি মিলাদুন্নাবীর প্রতি সম্মান
প্রদর্শন করলো . সে দ্বীন ইসলামকেই
জিবিত করলো" ।
হযরত ওসমান (রাঃ)
বলেছেনঃ "যে ব্যাক্তি মিলাদুন্নাবী পাঠ
করার জন্য এক দিরহাম অর্থ ব্যায় করবে .
সে যন বদর ও হোনায়েনের মত কঠিন
জিহাদে শরীক হলো "।
হযরত আলী (রাঃ) বলেছেনঃ "
যে ব্যাক্তি মিলাদুন্নাবী (দঃ) কে সম্মান
প্রদর্শন করবে এবং মিলাদ শরীফ
অনুষ্ঠানের উদ্যোগ গ্রহন করবে-
সে দুনিয়া থেকে ইমানের সাথে বিদায়
হবে এবং বিনা হিসাবে বেহেস্তে প্রবেশ
করবে" । (আন ন'মাতুল কোবরা .পৃষ্ঠা৭-৮)

আল্লামা ইবনে হাজর হায়তামী (রহঃ) -এর
নির্বরযোগ্যতা প্রশ্নাতীত । তাঁর উক্ত
কিতাবের উপর বহু শরাহ লেখা হয়েছে ।
তন্মধ্যে আল্লামা দাউদী ও
আল্লামা সাইয়েদ আহমদ আবেদীন
দামেস্কী অন্যতম । তাঁর রেওয়ায়াতেকৃত
উপরোক্ত বর্ণনা দ্ধারা প্রমানিত
হলো যে . খোলাফেয়ে রাশেদীনের
যুগে মিলাদুন্নাবী চালু ছিল এবং তারাও এর
জন্য অন্যকে তাকিদ করেছেন ।
আল্লামা ইবনে হাজর হায়তামী উক্ত
গ্রন্হে মিলাদুন্নাবী পালনের ফজিলত
সম্পর্কে হযরত হাসান বসরী (রহঃ) . হযরত
মারূফ কারাখী (রহঃ) হযরত
ছিররি ছাকাতী (রহঃ) . হযরত জুনায়দ
বাগদাদী (রহঃ) . ইমাম শাফেয়ী (রহঃ) . ইমাম
ফখরুদ্দীন রাজী (রহঃ) এবং ইমাম
জালালুদ্দীন সূয়ুতি (রহঃ) প্রমুখ ইমাম ও
সলফে সালেহীনের রেওয়ায়াত
বর্ণনা করেছেন । আগ্রহী পাঠকগন উক্ত
কিতাব৭-১১দেখে নিতে পারেন ।
সূত্রঃ মিলাদ কিয়ামের বিধান । অধ্যক্ষ
হাফেজ এম এ জলিল (রহঃ) ১২ও১৩ পৃষ্ঠা ।

Comments

Popular posts from this blog

ছবছে আওলা ও আ'লা হামারা নবী।

পিডিএফ বই ২৮ টি একত্রে।

খাজা গরীবে নেওয়াজ এর জিবনী।