কোটা চায় কারা?

পূর্ব পাকিস্তানের ৫৬ ভাগ মানুষের ভাষা ছিল বাংলা,
৫৬ ভাগ মানুষের কথা অগ্রাহ্য করে পাকিস্তান সরকার রাষ্ট্রভাষা করল উর্দূ!
ফল স্বরুপ আন্দোলন,
সে সূত্রধরে স্বাধীনতা আন্দোলন শেষ পর্য়ন্ত বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি।
অপর দিকে দেশের ৯০ ভাগের বেশি মানুষ কোটার বিপক্ষে!
আর হাতে গুনা কিছু স্বার্থপর শুধু নিজেদের জন্য কোটার পক্ষে।
পাকিস্তান সরকার ৫৬ ভাগ মানুষকে ধাবিয়ে রাখতে পারেনি আর এরা ৯০ ভাগ মানুষকে ধাবিয়ে দিতে চায়।
উনারা নিজেদের মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেন।
মুক্তিরাতো দেশ প্রেমে উজ্জিবিত হয়ে যুদ্ধে গিয়েছেন।
আর তাদের সন্তান হয়ে তোমরা ৯০ ভাগ মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছো?
তোমরাকি আসলেই দেশকে,
দেশের মানুষকে ভালবাস?
তোমরা দেশের নাগরিক বাকিরাকি বন্যার জ্বলে ভেসে এসেছে?
মুক্তিযোদ্বার সন্তান বলে তোমরা কত সুবিদা পাচ্ছ!
বিশ্ববিদ্যালয়ে কম নাম্বার পেয়েও ভর্তির সুযোগ পাচ্ছ।
আমার এক ক্লাশমেট আমার থেকে কম নাম্বার পেয়ে চবিতে পড়তেছে।
মাসে মাসে ভাতা বাবদ নগদ টাকা পাচ্ছ।
দুই ঈদে বোনাস পাচ্ছ।
১৬ ই ডিসেম্বরেও বোনাস পাবে।
আর কি চাই?
একজন মানুষ চাকরি করে ১০/১২ হাজার টাকা পায় না আর তোমরা সেটা বিনা চাককরিতে পাও,
তারপরেও চাকরিতে কোটা কেন চাও?
চাকরিটা নিজ যোগ্যতা দিয়ে জোগাড় করে নাও ভাইয়া/আপুরা।
বাবার কোটা দিয়ে চাকরি কেন করবেন?

Comments

Popular posts from this blog

ছবছে আওলা ও আ'লা হামারা নবী।

পিডিএফ বই ২৮ টি একত্রে।

খাজা গরীবে নেওয়াজ এর জিবনী।