দরুদ শরীফের ফযিলত।
দরূদে তুনাজ্জিনা-র ফযিলত!
১) ইমাম ইবনে মাজাহ (রহঃ) হযরত আব্দুল্লা ইবনে আব্বাস (রাঃ) এর সূত্রে বর্ণনা করেন, হুজুর ইরশাদ করেন- যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পড়া ভুলে গেছে মূলত সে জান্নতের পথই ভুলে গেছে।
★ইবনে মাজাহ, পৃষ্টা নং-৬৫।
২) হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একদিনে হাজার বার দুরূদ শরীফ পাঠ করবে, বেহেশতে তার স্থান না দেখা পর্যন্ত সে মৃত্যু বরণ করবে না।
★ সা’দাতুদ দারাইন, আল-মাকতাবাতুত তাওফিকিয়্যাহ, তুরস্ক, পৃ-১১৫।
৩) হযরত আবু তালহা (রাঃ) রাসূল (সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম) থেকে বর্ণনা করেন- তিনি (সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম)বললেন, হযরত জিব্রাইল (আ) এ মাত্র আমার নিকট এসে বলেন- আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন- হে মুহাম্মদ (সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম) আপনি কি একথায় আনন্দিত হবেন না যে, আপনার কোন উম্মত যদি আপনার প্রতি একবার দুরূদ শরীফ পড়ে, তাহলে আমি তাঁর উপর ১০টি রহমত নাযিল করি। আর যদি একবার আপনাকে সালাম দেয়, তাহলে আমি তাঁর উপর ১০টি সালামতি (নিরাপত্তা বিধান) নাযিল করি।
★ আহমদ- ৪র্থ খন্ড, পৃষ্টা-৩০।
★ বাগাভী - ৩য় খন্ড, পৃষ্টা-১৯৬।
৪) হযরত মুসা জারীর (রহঃ) নামক একজন প্রসিদ্ধ ওলী তারঁ ব্যক্তিগত একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি একবার জাহাজে ভ্রমন করতে ইচ্ছা প্রকাশ করলাম এবং নির্দিষ্ট সময় সমুদ্র পথে বের হলাম।
আমাদের জাহাজ গভীর সমুদ্রে ঝড়ের মুখে পতিত হল। সমুদ্রের ভীষন তরঙ্গে জাহাজ খানী নিমজ্জিত হওয়ার উপক্রম হল।
আমি তখন সামান্য তন্দ্রাবস্থায় ছিলাম। এহেন অবস্থায় হযরত রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে '' দরূদে তুনাজ্জিনা'' ১০০০ বার পাঠ করার তালিম দিলেন।
আমি জাগ্রত হয়ে ৩০০ বার এ দরূদ শরীফ পাঠ করা মাত্রই আমাদের জাহাজ বিপদ মুক্ত হয়ে যায়।
★তাফসিরে রূহুল বয়ান
★রওজাতুল আহবার
★মানাজুল হাসানাত
৫) বুজুর্গানের মত- যে ব্যক্তি ইমান ও ইয়াকিনের সাথে পাক পবিত্র অবস্থায় "দরূদে তুনাজ্জিনা" পাঠ করে ঘুমাবে, মহান আল্লাহ-র অশেষ কৃপায় হাবীবে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-র দীদারে সে সৌভাগ্যবান হবেন।
৬) বুজুর্গানের মমত-
পাক সাফ স্থানে বসে ১হাজার বার পাঠ করলে গুরুতর মোকাদ্দামায় ও আশ্চর্য সুফল পাওয়া যায়।
৭) প্রত্যহ ফজর ও মাগরিবের পর ১১বার এই দুরূদ শরীফ পাঠ করলে কখনো চাকরি যাবেনা ও রিযিক বন্ধ হবেনা।
৮) এই দুরূদ শরীফ ৩বার পাঠ করে ১মুষ্টি মাটির উপর ৩বার ফুঁক দিয়ে কবরের উপর ছিটিয়ে দিলে শিয়াল কুকুর দ্বারা ঐ কবরের লাশ নষ্ট হবেনা।
★দরূদে তুনাজ্জিনা হলঃ
اَللّٰهُمَّ صَلِّ عَليٰ سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ وَعَليٰ اٰلِ سَيِّدِنَا مُحَمَّدٍ صَلوٰةً تُنَجِّيْنَا بِهَا مِنْ جَمِيْعِ الْأَهْوَالِ وَاْلآفَاتِ وَتَقْضِيْ لَنَا بِهَا مِنْ جَمِيْعِ الْحَاجَاتِ وَتُطَهِّرُنَا بِهَا مِنْ جَمِيْعِ السَّيِّاٰتِ وَتَرْفَعُنَا بِهَا عِنْدَكَ اَعْليٰ الدَّرَجَاتِ وَتُبَلِّغُنَا بِهَا اَقْصىٰ الْغَايَاتِ مِنْ جَمِيْعِ الْخَيْرَاتِ فِي الْحَيَاتِ وَبَعْدَ الْمَمَاتِ- اِنَّكَ عَليٰ كُلِّ شَيْئٍ قَدِيْرٍ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ-
আরবি উচ্চারণঃ
"আল্লাহুম্মা ছাল্লি আলা সয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়ালা আ-লি সয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামীয়িল আহ্ওয়ালি ওয়াল আফাত, ওয়া ত্বাক্দি লানা মিন জামীয়িল হাজাত। ওয়া তুতাহ্হিনরুনা বিহা মিন জামীয়িস্ সাইয়্যিআত। ওয়া তারফউনা বিহা ইন্দাকা আ’লাদ্দারাজাত। ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামীয়িল খাইরাত ফিল হয়াতি ওয়া বা’দাল মামাত। ইন্নাকা আলা কুল্লি শাইয়িন ক্বাদীর; বিরহমাতিকা ইয়া আরহার্মা রহিমীন।"
🍃 আমরা জীবনের অনেক সময় নাটক, সিনেমা, গল্পগুজব, বিভিন্ন আড্ডাখানায় নষ্ট করেছি কিন্তু একবারও চিন্তা করলাম না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মের শুরু থেকে আজও আমার মুক্তির জন্য কাদঁতেন সেই দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-র দীদারের আশায় এ কিছু সময় ব্যয় করে আমলটা করি।
Comments
Post a Comment