হজ্ব সম্পর্কিত হাদিস শরীফ।
হজ্ব সম্পর্কিত হাদিস-অবশ্যই পড়ুন- পর্ব-১
*হযরত আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (দঃ) আমাদের মধ্যে ভাষণ দান করলেন, ভাষণে তিনি ইরশাদ করলেন, হে মানবমন্ডলী? তোমাদের প্রতি হজ্ব ফরজ করা হয়েছে। সুতরাং তোমরা হজ্ব করবে। তখন এক ব্যক্তি জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ !(দঃ) , এটা কি প্রত্যেক বছরই? রাসূল (দঃ) চুপ থাকলেন। লোকটি এভাবে তিনবার জিজ্ঞেস করল। অতঃপর নবি করিম (দঃ) বললেন, আমি যদি হ্যা বলতাম , তবে অবশ্যই তা তোমাদের জন্য ফরজ হয়ে যেত। যা পালন করতে তোমরা সমর্থ হতে না। অতঃপর রাসূল (দঃ) বললেন, যে বিষয়ে আমি তোমাদের কিছু বলিনি সে বিষয়ে সেরূপ থাকতে দাও। কেননা, তোমাদের পূর্বে যারা ছিল তারা তাদের নবিদেরকে বেশি বেশি প্রশ্ন করার কারণে এবং নবিদের সাথে মতবিরোধ করার কারণে ধ্বংস (যোগ্য) হয়েছে। সুতরাং আমি যখন কোন বিষয়ে নির্দেশ করব তার যতখানি সাধ্যমত করবে এবং কোনো বিষয়ে নিষেধ করলে তা পরিত্যাগ করবে।-#মুসলিম #মিশকাত২৩৯১
*একটি বিষয় শিক্ষনিয়-এই হাদিস থেকে বুঝা যায় । রাসূল (দঃ) উম্মতের উপর ফরজ আরোপ করতে পারেন।বলা হয়েছে আমি যদি হ্যা বলতাম ফরজ হতো।
Comments
Post a Comment