তাজুস শরিয়াহ মুফতি মাওলানা শায়খ আখতার রেজাখাঁ বেরলভী রহঃ এর জানাযা।
কোটি মানুষের জানাযার মাধ্যমে বিশ্ব বরন্য ব্যক্তিত্ব তাজুস শরিয়াহ মুফতি মওলানা শাইখ আখতার রেজাঁখা বেরলভী রাহঃ এর বিদায় পর্ব চলছে ৷
==================================
ইমাম ইয়াহিয়া বিন শরফুদ্দিন আন নববী তার আহাদীসে আরবাইনের মধ্য একটা হাদিস নকল করেছেন ৷ রসুলে পাক এরশাদ করছেন একজন আলেম মানে অর্ধেক ইসলাম ৷ আবার আরেকটা হাদিসে পাকের মধ্যে রসুল পাক ঘোষনা দিচ্ছেন একজন হক্কানি আলেমের মৃত্যু মানে একটি জাহানের মৃত্যু ৷ আজ তার বাস্তবিক প্রমান পেলাম ৷ সকাল ফজরের নামাজের পর থেকে বেরলভী শরিফ দেখছি ৷ আর চিন্তা করছি আল্লামা আখতার রেজাখাঁ প্রকাশ আজহারী মিঞা কতবড় আলেম ছিলেন ? যার জন্য মানুষ কিট পতঙ্গের মত ছুটছে বেরলভী শরিফের দিকে ৷ "গন্তব্য ইসলামিয়া ইন্টার কলেজ ওয়ার্সী ময়দান " আল্লামা আখতার রেজাখাঁ রাহঃ এর ভাতিজা" ইমরান রেজার" ভাষ্য অনুযায়ী ওযার্সী ময়দান এবং কলেজ গতকাল কানায় কানায় পরিপূর্ন হয়ে গেছে ৷ প্রায় ছত্রিশ লাখ ( 36) লোক গতকাল বেরলভী শরিফে জমায়েত হয়েছে ৷ আজ কত হতে পারে ?? প্রায় কোটি ছড়িয়ে যাওয়ার সম্ভবনা করছেন প্রত্যক্ষ দর্শীরা ৷ কেউ এসেছেন বাস ট্রেনে করে, কেউ হেটে, কেউ প্লেনে করে ৷ খবর পেয়েছি ভারত ব্যতীত বহীর্বিশ্ব থেকেও জানাযায় শরিক হওয়ার জন্য সুন্নী মুসলমানরা এসেছেন ৷
হয়তো এই রকম জানাযা পৃথিবীতে চতুর্থ, উম্মতে মোসলেমার মধ্যে ৷ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহঃ ও ইমামে আযম ইমাম আবু হানীফা রাঃ এর জানাযা ছিল তৎকালীন যুগে দুই শ্রেস্ঠ জানাযা ৷ যেই দুইজনের জানাযা দেখে অসংখ্য কাফের মুসলিম হয়েছিলেন ৷ তারপর পাকিস্তানের শহীদ গাজী মমতাজ কাদেরীর জানাযা ৷ যেই জানাযায় প্রায় 70 লক্ষ লোক অংশ গ্রহন করেছিলেন ৷ আর যা ছিল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জানাযা ৷ কিন্তু আজ আল্লামা আখতার রেজাখাঁ রাহঃ এর জানাযা পৃথিবীর সর্ববৃহৎ জানাযা বলে আখ্যায়িত হল ৷
সারা বিশ্বের সুন্নী মুসলমান শোকাহত চিন্তিত মর্মাহত ৷ কারন তিনি একজন সুন্নীয়তের অভিভাবক ছিলেন ৷ বিশ্বে উনার একটা সুউচ্চ মর্যাদা মকাম ছিল এবং উনার ফতোয়ার গ্রহনযোগ্যতা ছিল ৷ তাই আজ সারা বিশ্ব শোকাহত ৷ বিশ্বের এমন কোন পীর উলামা মশায়েক নাই শোক বার্তা পাঠাইনি ৷ এমনকি সুন্নী সীপাহসালার তুরস্কের প্রেসিডেন্ট এরোদগানও ভুল করেননি শোক বার্তা পাঠাতে ৷ তিনিও স্বীকার করতে বাধ্য হয়েছেন আল্লামা আখতার রেজাখাঁ সুন্নীদের জন্য এক পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন ৷ এক সম্পদ ছিলেন ৷ উনার বিয়োগ সুন্নী জাহানের বিয়োগ ৷ একটি সুন্নী পৃথিবীর মৃত্যু ৷
পরিশেষে কোন এক উর্দু কবির কবিতা দিয়ে শেষ করব ৷ মনে হচ্ছে যেন তিনি এই কবিতাটি শাইখ আল্লামা মুফতি আখতার রেজাখাঁর জন্য লিখেছেন ৷
" মউত উসকি হে করে জিসপেহ জমানা আফসোস
ইউ তো সব আতি হে মরনে কেলিয়ে "
Comments
Post a Comment